একজন পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাশ্বত! বুড়ো বয়সে অভিনেতার ‘সমপ্রেম’ ঘিরে জল্পনা তুঙ্গে

মন্টি শীল, কলকাতা : শাশ্বত চট্টোপাধ্যায়, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সফলতম এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে ইতিমধ্যেই বিনোদনের জগতে এক বিশেষ পরিচিত অর্জন করেছেন। অভিনেতা তাঁর অভিনয়ের দরুন একাধিক জীবন্ত চরিত্রকে নিখুঁত ভাবে বড়পর্দায় তুলে ধরেছেন। বিশেষত কোনও পোড় খাওয়া গোয়েন্দা-এর চরিত্র হোক অথবা কোনও ঠান্ডা মাথার খুনি, সমস্ত চরিত্রেই নিখুঁত ভাবে দর্শকদের মাঝে নিজেকে তুলে ধরেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ( Saswata Chatterjee )। তার অভিনিত জনপ্রিয় কিছু সিনেমা যেমন ‘হবু চন্দ্র রাজা গোবু’, ‘এবার শবর’, ‘প্রলয়’, ‘কাহিনী’ দর্শকদের কাছে অন্যতম প্রিয় কিছু সিনেমা।

কিন্তু শুধু মাত্র সিনেমাতেই নয়, অভিনেতা সম্প্রতি রিয়ালিটি শো ‘অপুর সংসার’-এর সঞ্চালক হিসেবেও নিজের দক্ষতা সকলের সামনে তুলে ধরেছেন। তবে টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ( Saswata Chatterjee ) খুব শীঘ্রই এক অভিনব সিনেমা নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন। তাও আবার একজন সমকামী ব্যক্তির চরিত্রে । যা শোনার পর রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন অভিনেতার সমগ্র অনুরাগী মহল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই তাঁর এই নতুন সিনেমা এবং তাঁর অভিনিত চরিত্রটি সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেছেন।

21c52

অভিনেতার বক্তব্য অনুযায়ী, ‘তাঁর আসন্ন সিনেমাতে তিনি একজন সমকামী ব্যক্তির চরিত্রে অভিনয় করতে চলেছেন এবং তিনি এই চরিত্রটি কে কেন্দ্র করে বেশ উৎসাহিত।’ জানা গিয়েছে, এই আসন্ন সিনেমাটিতে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ( Saswata Chatterjee ) এর সঙ্গে পর্দায় অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা অনিল কাপুর ( Anil Kapoor ), আদিত্য রায় কাপুর ( Aditya Roy Kapoor)-কে। অভিনেতার বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, শ্রীলঙ্কা, সিমলা এবং রাজস্থান-কে কেন্দ্র করে ইতিমধ্যেই সিনেমার বেশ কিছু দৃশ্যের শ্যুটিং সম্পূর্ণ হয়েছে। তবে অভিনেতা তাঁর চরিত্রের কথা জানালেও প্রকাশ করেননি তাঁর সিনেমার নাম।

21c51

তবে শুধুমাত্র এই সিনেমাটিই নয়, টলিউডের এই জনপ্রিয় অভিনেতার কাছে এই মুহূর্তে রয়েছে একাধিক সিনেমার অফার রয়েছে, উদাহরণস্বরূপ বলতে গেলে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ এর পরিচালিত সিনেমা ‘দোবারা’, পরিচালক রাজ কুমার সন্তোষী পরিচালিত সিনেমা ‘ব্যাড বয়’ -তে অভিনয় করতে চলেছেন। এমনকি খুব সম্প্রতি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং দক্ষিণের অভিনেতা প্রভাসের হাত ধরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করতে চলেছেন এই বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ( Saswata Chatterjee )। যাকে কেন্দ্র করে অভিনেতার অনুরাগীদের মাঝে উচ্ছাসের অন্ত নেই। তবে অভিনেতার এই সমকামী চরিত্রে অভিনয় এক অদ্ভুত প্রশ্ন চিহ্ন তৈরী করেছে তাঁর অনুরাগীদের মনে।




Leave a Reply

Back to top button