৫০০০ টাকা পুজোর চাঁদা আদায় মধুবালা দেবীর
পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করলেন পুজোর প্রেসিডেন্ট এবং গল্পের অন্য চরিত্র মধুবালা দেবী। এরপর কি হবে? কি দেখবে দর্শকরা? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।

কলকাতা: ‘জি বাংলা’ নিজেদের দর্শকদের চাহিদা মেটাতে এই বছর এনেছিল ‘কার কাছে কই মনের কথা’। এখনও অবধি নিজেদের দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে এই সিরিয়ালটি। ইতিমধ্যেই এই সিরিয়াল পার করেছে ১০০ এপিসোড। মাঝেমধ্যেই টিভির পর্দা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে নতুন নতুন প্রোমো আগামী পর্বের। তবে নারী কেন্দ্রিক এই সিরিয়ালটি আগামী পর্বে নিয়ে আসছে নতুন কিছু।
তবে এর আগে বলে রাখা ভালো এই ধারাবাহিকের গল্পের বিষয়বস্তু। এই সিরিয়ালটি একটি নারীর জীবনের সংঘর্ষকে ঘিরে। কিভাবে একজন নারীকে প্রতিনিয়ত সমাজের সাথে মানিয়ে চলতে হচ্ছে, এই সবকিছু তুলে ধরেছে এই সিরিয়াল। গল্পে দেখাচ্ছে শিমুল একজন নৃত্যশিল্পী। এই নাচ তাঁর জগত, তাঁর সবকিছু। তাঁর বিয়ে হয় পরাগের সাথে। শিমুলের ধারণা ছিলো না বিয়ের পর তাঁর জীবনে তার জন্য কি তুলে রেখেছে। তাঁর কোন ধারনাই ছিলোনা তার শ্বশুরবাড়ির লোকেরা কেমন। বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রেখেই শিমুল জানতে পারে তাঁর নতুন পরিবারের সদস্যরা পুরনো দিনের মানসিকতার। কেউ শিমুলের বিন্দুমাত্র খোঁজ নিতোনা, সে কেমন আছে বা কিসে তাঁর অসুবিধা হচ্ছে। কিন্তু ভাগ্যের সাহায্যে শিমুল অবশেষে পায় আশ্রয় তাঁর শ্বশুরবাড়ির পাশে থাকা চারটি মহিলার মধ্যে – সুচরিতা, বিপাশা, শীর্ষা ও প্রতীক্ষা। তাদের মধ্যেই শিমুল খুঁজে পায় নিজের প্রতি ভালবাসা। এরপর ধীরে ধীরে পাল্টাতে শুরু করে শিমুলের জীবন।
আগামী পর্বে গল্পে আসতে চলেছে নতুন মোড়। পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করলেন পুজোর প্রেসিডেন্ট এবং গল্পের অন্য চরিত্র মধুবালা দেবী। এরপর কি হবে? কি দেখবে দর্শকরা? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। উল্লেখ্য, টিআরপি রেটিং অনুযায়ী এখনো অবধি দ্রুত উন্নতি দেখা গিয়েছে এই সিরিয়ালের। এবার আগামী পর্বগুলি কতটা দর্শকদের মনে প্রভাব ফেলতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।