পুরোনো প্রেমে মন মজেছে দাদুর! সুষমাকে ছেড়ে ললিতার সঙ্গেই চলছে ভ্রমণ পর্ব

রুপোলি পর্দার এক জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। বিভিন্ন সময়ে এই ধারাবাহিকে বহু মজার ঘটনা ঘটতে দেখা গেছে। যা দেখে অনেক মজা পেয়েছে দর্শকেরা। তবে ইতিমধ্যে ’মিঠাই’ এর পর্বগুলি একেবারে জমে উঠেছে। প্রতি পর্বেই আসছে নতুন নতুন চমক। যা দেখতে উৎসাহিত হচ্ছেন দর্শকেরা। এদিনের পর্বে দেখা গিয়েছিল যে মোদক পরিবারে এসে হাজির সিদ্ধেশ্বর মোদকের পুরোনো বান্ধবী ললিতা। আর সেই বান্ধবী আসার পর থেকেই নিজের গিন্নিকে ছেড়ে বান্ধবীর সাথেই সময় কাটাচ্ছেন দাদু। এমনকি ললিতার সাথে হাত ধরে নাচতেও দেখা গেছে সিদ্ধার্থের দাদুকে। তবে কি শেষমেষ গিন্নিকে ভুলে বান্ধবীর প্রেমে পড়ল বুড়ো দাদু! এই নিয়ে ইতিমধ্যে উত্তেজনা বেড়ে চলেছে দর্শকের মনে ( mithai serial new episode ) ।

এদিনের পর্বে দেখা গিয়েছিল বান্ধবী ললিতার সাথে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সিদ্ধেশ্বর। আর সন্দেহের বশে ঠাম্মির কথায় দাদুর পিছু নেয় মিঠাইরানি। যদিও শেষমেষ দাদুর কাছে ধরা পড়ে যায় সে। পরে দাদুর কাছ থেকে একথা সিদ্ধার্থের কানে পৌঁছালে ভীষণ রেগে যায় সিডি বয়। এবং বাড়ির কর্তা-কর্ত্রীর বিবাদের জন্য মিঠাইকেই খানিক দায়ী করে বসে সিদ্ধার্থ। এমনকি ঠাম্মি অর্থাৎ সুষমার কথায় কেন সে দাদুর পিছু নিতে রাজি হয়, সেই কৈফিয়তও চেয়ে বসে সিড।

img 20220622 152106

মিঠাই যে কতটা নিরুপায় তা বোঝানোর চেষ্টা করলেও সিড সেটা বুঝতে একেবারেই নারাজ। মিঠাইয়ের কথায় তোর্সাই নাকি ঠাম্মিকে দাদু এবং ললিতার সম্পর্কের ব্যাপারে উস্কে দিয়েছিল। দাদু কি শুধুমাত্র প্রাতঃভ্রমণের জন্য যাচ্ছে নাকি অন্য কিছুর জন্য, এই সন্দেহ জাগিয়ে দিয়েছিল ঠাম্মির মনে। তবে সিদ্ধার্থ কোনো ভাবেই এসব মানতে রাজি হয় না। তার কাছে মিঠাই এবং ঠাম্মির সম্মিলিত গোয়েন্দাগিরি দাদুর পক্ষে অনেকটা অসম্মানের।

img 20220622 152013

প্রসঙ্গত এদিন মোদক পরিবারে দেখা যায় আরও এক দাম্পত্য বিবাদ। সিডের দিদি অর্থাৎ শ্রীনন্দার তৈরি টিফিন নিতে ভুলে যায় তার স্বামী রাজীব। পরে রাজীবের অফিসে ফোন করে সে জানতে পারে যে লিজা নামের কোনও এক সহকর্মীর সঙ্গে বিরিয়ানি খেতে গিয়েছে রাজীব। আর এই শুনেই রেগে লাল হয় শ্রীনন্দা। আর এরপরই রাজীব বাড়ি ফেরার পর রীতিমত ঝগড়া শুরু হয় তাদের মধ্যে। এবার কি হতে চলেছে আগামী পর্বে সেটাই দেখার বিষয়।




Leave a Reply

Back to top button