চার বছরের সম্পর্কে ইতি, পাকাপাকি বিচ্ছেদ সোহিনী-রণজয়ের, নেপথ্যে তৃতীয় ব্যক্তি?

সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু। দুজনেই টলিউডের পরিচিত মুখ। স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যেত তাঁদের প্রেমের কথা।

অবশেষে বিচ্ছেদ। ভেঙে গেল টলিউডের অন্যতম চর্চিত জুটি সোহিনী-রণজয়ের সম্পর্ক। প্রায় চার বছরের প্রেম, লিভ ইন। মাঝে মধ্যে সেই সম্পর্কে ভাঙনের খবর শোনা যেত। তবে মিলও হয়ে যেত দুজনের। টলিউডের অন্দরের খবর, এবার পাকাপাকিভাবেই দুজন আলাদা হয়ে গেলেন। এখনও পর্যন্ত সোহিনী বা রণজয়, কেউই এই নিয়ে মুখ খোলেননি।

সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু। দুজনেই টলিউডের পরিচিত মুখ। স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যেত তাঁদের প্রেমের কথা। লকডাউনের সময় থেকে লিভ ইন শুরু করেন। সম্পর্ক আরও গাঢ় হয়। জুটিতে মাঝে মধ্যেই বেড়াতে যেতেন। কখনও পাহাড়ের কোলে কোনও নিঝুম গ্রাম, কখনও বা তাজমহল। সে সব ছবিও ভাইরাল হত সোশ্যাল মিডিয়ায়।

Tollywood,Sohini Sarkar,Ranajay Bishnu,Breakup

বাইরে থেকে হাসিখুশি লাগলেও সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। মাঝেমধ্যেই বিচ্ছেদের খবর শোনা যেত। কখনও সোশ্যাল মিডিয়ায় আচমকা সোহিনী ঘোষণা করতেন, ‘আমি সিঙ্গল, সিঙ্গল লাইফের প্রতিটা মুহূর্ত উপভোগ করছি’। আবার কোনও শ্রাবণে দুজনের পুনর্মিলন হত। বলে দিতেন, ‘বিচ্ছেদ নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত’।

কিন্তু এবার আর এক হওয়া হল না। মান, অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙোতে পারলেন না সোহিনী-রণজয়। তাই পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত। কিন্তু একন হঠাৎ বিচ্ছেদ? টলিউডের অন্দরের খবর, মান-অভিমান ছিলই, তারপরেও দুজনে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সব চেষ্টায় জল ঢেলে দিয়েছে।

এই তৃতীয় ব্যক্তি কে? না, নাম জানা যায়নি। শোনা যাচ্ছে, সোহিনী নাকি কোনও এক সহ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। রণজয়কেও দেখা যাচ্ছে সিরিয়ালের এক অপভিনেত্রীর সঙ্গে। পুরনো সম্পর্ককে দুজনের কেউই আর টেনে নিয়ে যেতে চাইছেন না। এমনই জানিয়েছেন তাঁদের নিকটজনেরা। বর্তমানে সোহিনী নতুন ছবি ‘অমর সঙ্গী’র শুট্যিংয়ে ব্যস্ত। রণজয় মন দিয়েছেন ‘গুড্ডি’ সিরিয়ালে।




Leave a Reply

Back to top button