দাদাগিরি ফিনালেতে ফের নতুন চমক! সৌরভ-ডোনার সঙ্গে মঞ্চ কাঁপাবে মিঠাইও

রাখী পোদ্দার, কলকাতা : শেষ হতে চলল ‘দাদাগিরি আনলিমিটেড’এর নবম সিজন ( Dadagiri Unlimited Season 9)। ইতিমধ্যেই গ্র্যান্ড ফিনালের জন্য বেশ জমকালো রূপে সেজে উঠল দাদাগিরির মঞ্চ। এই গ্র্যান্ড ফিনালের পর্বে বেশ কিছু চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। তার আভাস আগেই দিয়েছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ‍্যায় (Sourav Ganguly)। সম্প্রতি শেষ পর্বের শুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করতে দেখা যায় তাঁকে। জানা যাচ্ছে, শেষ পর্বের বিশেষ চমক হল সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলী ( Dona Ganguly)র একসাথে একটি নাচের পারফরম্যান্স। এছাড়াও শেষ পর্বে থাকবে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর ( Soumitrisha Kundu)ও বিশেষ পারফরম্যান্স।

 

বাংলার প্রায় সব শিল্পীদেরই পারফরম‍্যান্স দেখা যাবে ফিনালে পর্বে। দাদাগিরির সেটে থাকবেন টিম X=Prem। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করতেও দেখা যায় ওই ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। ওই ছবিতে দেখা গিয়েছে সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তীকে। এছাড়াও ফিনালে পর্বে মহারাজের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। মূলত প্রতিযোগিদের সাহায্যের জন্যই সেটে থাকছেন তাঁরা।

আরও পড়ুন : নুসরতের মায়া ভুলে নতুন সম্পর্কে নিখিল, নিজ মুখেই প্রকাশ প্রেমিকার নাম

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

এছাড়াও অতিথিদের তালিকায় রয়েছে সবার প্রিয় মিঠাই ( Mithai) য়েরও নাম। দাদাগিরির নবম সিজনের ( Dadagiri Unlimited Season 9) প্রথম দিকে দেখতে পাওয়া গিয়েছিল মিঠাইকে। নিজের মনোহরা পরিবারের সাথে উপস্থিত হয়েছিল দাদাগিরির সেটে। এবার আবার অন্তিম পর্বে হাজির থাকতে চলেছেন সৌমিতৃষা ( Soumitrisha Kundu)। পারফর্মও করবেন তিনি। ইতিমধ্যেই গ্র‍্যান্ড ফিনালেতে নিজের বিশেষ লুক প্রকাশ‍্যে এনেছেন সৌমিতৃষা। গোলাপি ও সোনালি জমকালো টপ আর স্কার্ট পরে সকলের মন জয় করতে এক্কেবারে তৈরি মিঠাই রানী। সঙ্গে গলায় মানানসই হার আর কপালে একটি বড়সড় মাঙ্গটিকা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁর নতুন লুকের ছবি।

আরও পড়ুন : “তেল মাখালেই সুযোগ পাবেন দাদাগিরি’র মঞ্চে”, সৌরভ’কে ছোট করে বিস্ফোরক মন্তব্য কুণালের

 

View this post on Instagram

 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে আরও একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে সৌরভ ও ডোনার সঙ্গে একই মঞ্চে রয়েছে সৌমিতৃষাও। দাদাগিরিতে একসঙ্গে প্রথমবার নাচতে দেখা যাবে সৌরভ ও ডোনাকে ( Dona Ganguly)। ‘দাদা’র প্রিয় অভিনেতা শাহরুখ খানের ছবি ‘ওম শান্তি ওম’ এর জনপ্রিয় গান ‘আঁখো মে তেরি অজব সি অজব সি অদায়েঁ হ‍্যায়’ এর সঙ্গে নাচবেন দুজনে। এছাড়াও সাদা কালো টাক্সিডো পরে সামনের চুল কিছুটা স্পাইক করে সকলের কাছে ধরা দেবেন সৌরভ গাঙ্গুলী ( Sourav Ganguly)। ছবিগুলি শেয়ার করে বিসিসিআই প্রেসিডেন্ট লিখেছেন, ‘দাদাগিরি নবম সিজন শেষ হল। শেষ দিনের শেষ শো হয়ে গেল। এবার বিরতির সময়।’




Leave a Reply

Back to top button