গুটি গুটি পায়ে সাফল্যের শীর্ষে মিঠাই! জানেন কি আপনার এই ঘরের মেয়ের জয়ের চাবিকাঠি?

অহেলিকা দও, কলকাতা : বাংলা ধারাবাহিকের এক নম্বর ধারাবাহিক ‘মিঠাই’। আবারো টিআরপির দৌড়ে নিজের প্রথম স্থান ফিরে পেয়েছে এই ধারাবাহিক। এই মূহুর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু ( Soumitrisha Kundu )। বাংলা টেলিভিশনের জগতে নতুন নন সৌমিতৃষা। তবে মিঠাই-এর সুবাদে তাঁর জনপ্রিয়তা ধরা ছোয়ার বাইরে। আট থেকে আশি, সবাই মুগ্ধ মিঠাই-এর অভিনয়ে।

সৌমিতৃষার ( Soumitrisha Kundu ) জীবন নিয়ে দর্শকদের মধ্যে অন্তহীন কৌতুহল। তবে আপনি কি জানেন মিঠাই-এর এই জনপ্রিয়তার পিছনের রহস্য? মিঠাই ২০০০ সালে ২৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেছিলেন। মিঠাই তার কেরিয়ার শুরু করেন ২০১৬ সালে কালার্স বাংলার একটি ধারাবাহিক ‘এ আমার গুরু দক্ষিণা’ ধারাবাহিকে। যেখানে তাকে ঝিল্লি নামে একটা নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। এরপর ২০১৭ সালে তাকে আবার স্টার জলসার ‘জয় কালী কালকাত্তায়ালী’ সিরিয়ালে দেখা গিয়েছিল। এই সিরিয়ালে তাকে মূলত কিছু কিছু এপিসোডে দেখা গিয়েছিল তার চরিত্রের নাম ছিল রাকা।

mithai

এছাড়াও ২০১৭ সালে সৌমিতৃষাকে ( Soumitrisha Kundu ) স্টার জলসার আরও একটি ধারাবাহিক গোপাল ভাঁড়ে দেখা গিয়েছিল  একটা সাপোর্টিং চরিত্রে। ২০১৯ সালে স্টার জলসার ‘অলৌকিক না লৌকিক’ ধারাবাহিকে পুতুল চরিত্রে অভিনয় করেছেন আপনাদের প্রিয় মিঠাইরানি। এরপর  ২০১৯ সালেই তিনি সান বাংলার ‘কোনে বউ’ সিরিয়ালে লিড রোলে কোলি সেন নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন।

mithai

এরপর ২০২১ সালে জি বাংলায় অনুষ্ঠিত ‘মিঠাই’ সিরিয়ালে অভিনয় করে বর্তমানে বেশ খ্যাতি অর্জন করেছেন সৌমিতৃষা ( Soumitrisha Kundu )। তার অসাধারণ অভিনয়ের দক্ষতায় মন ভরিয়ে তুলেছেন সমস্ত দর্শকদের। কিছু দিন আগে তিনি মিঠাই সিরিয়ালে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ টেলি একাডেমি পুরস্কারটি জিতে নিয়েছিলেন।




Leave a Reply

Back to top button