দ্বিতীয়বারের জন্য বিয়ে করবেন সৌরভ গাঙ্গুলী? দাদাগিরির মঞ্চে ফাঁস হল এ কোন রহস্য!

আবার বিয়ে করতে চলেছেন সৌরভ গাঙ্গুলী!

পূর্বাশা, হুগলি: বাংলার দাদা সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ নেই জনতার।
সৌরভ-ডোনার সম্পর্ক নিয়ে প্রায়শই প্রশ্ন তোলেন জনগণ। মজার ছলে সেই সকল উত্তর সামলান মহারাজ। তবে এবার দাদাগিরির মঞ্চে ফাঁস হল বড়সড় সিক্রেট। ডোনা গাঙ্গুলীর পরেও ফের নাকি বিয়ের পিঁড়িতে বসবেন সৌরভ গাঙ্গুলী! কথা কতটা
সত্যি? আতসকাঁচ নিয়ে হাজির সংবাদমাধ্যম।

Sourav Ganguly,Dona Ganguly,Dadagiri Season 10,Zee Bangla

সম্প্রতি শুরু হয়েছে দাদাগিরি সিজন টেন। জি বাংলার পর্দায় শুরু হওয়া দাদাগিরির নতুন পর্ব নিয়ে উন্মোদনা বেড়েছে দর্শক মহলে। সিজন টেনের একটি পর্বে এসেছিল খুদেরা। সেই খুদে পার্টিসিপেন্ট দের মধ্যে একজন দাদার হাত দেখবে বলে জানায়। আগ্রহী দাদা হাত দেখালে খুদে বলে,সৌরভ গাঙ্গুলীর অনেক নাম যশ হবে, টাকা পয়সা হবে। দাদা জিগ্যেস করে দ্বিতীয়বার বিয়ে হবে নাকি। তখনই খুদে বলে যে, হতেও পারে!

Sourav Ganguly,Dona Ganguly,Dadagiri Season 10,Zee Bangla

খুদের মুখে এই কথা শুনে হেসে ফেলেন মহারাজ। দাদাগিরির এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরই নানান কমেন্টস ছুটে এসেছে দর্শক
তরফে। কেউ মজার ছলে বলেছেন, “দাদা আপনাকে কিন্তু বাড়ি ফিরতে হবে”। আবার অপর জনের কথায়, “ডোনা বৌদির সঙ্গে কী নিয়ে ঝামেলা হয় আপনার”। যদিও ছুটে আসা প্রশ্নবাণে মুখে হাসি রেখেছেন মহারাজ।




Leave a Reply

Back to top button