দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির সিনেমা RRR-এর সাত দিনে আয় ১৩০ কোটি

ফের বিনোদনের জগতে গড়ে উঠল এক অবশ্যম্ভাবী নজির। দক্ষিণ ভারতের ( South India ) বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এস এস রাজামৌলির দ্বারা পরিচালিত আর আর আর ( RRR ) বক্স অফিসে এক নজির সৃষ্টি করল। সিনেমা মুক্তি পাবার প্রথম সপ্তাহেই এই সিনেমাটি মোট আয় করল ১৩০ কোটি। যা এই কোভিড পরিস্থিতির পর এখনও পর্যন্ত সর্বোচ্চ। সংশ্লিষ্ট সিনেমা আর আর আর ছবিটি সম্প্রতি হিন্দিতেও মুক্তি পেয়েছে। এই ছবির পরিচালক ও অভিনেতা সকলেই মনে করছেন আগামী দিনে এই ছবিটি ৫০০ কোটির ও বেশি আয় করবে। এস এস রাজামৌলির দ্বারা পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের বিখ্যাত নেতা রামচরন, এনটি রামা রাও জুনিয়র, বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন, আলিয়া ভাট।
এর আগেও এস এস রাজামৌলির সিনেমা বাহুবলী ভারত তথা গোটা পৃথিবীতে সিনেমা প্রেমিদের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর তার নতুন সিনেমা আর আর আর ফের আরও একবার সেই আলোড়ন সৃষ্টি করেতে চলেছে তা বলাই বাহুল্য। আর এই নিয়ে যথেষ্ট আশাবাদী এই সিনেমার গোটা টিম।
এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমাটির সূচনা করবেন এনটি রামা রাও জুনিয়র ও অভিনেতা রামচরন। অপর দিকে এই সিনেমাটিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগন ও আলিয়া ভাটকে। আর আর আর ছবিটি গড়ে উঠেছে দেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমির উপর ভিত্তি করে।
রাজামৌলির দ্বারা পরিচালিত এই সিনেমাটির মুক্তি পাওয়ার পর এই বিপুল সাফল্যকে ঘিরে স্বাভাবিক ভাবেই খুশি আর আর আর এর গোটা টিম।তারা আশাবাদী যে, এই সিনেমাটি অদূর ভবিষ্যতে সিনেমা প্রেমিদের মনে আলোড়ন সৃষ্টি করবে এবং এই সিনেমাটি আরও সাফল্য লাভ করবে।
এস এস রাজামৌলির সিনেমা আর আর আর এর এই বিপুল সাফল্যের পর স্বাভাবিক ভাবেই কিছুটা বিপাকে পড়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি দ্যা কাশ্মীর ফাইলস। অপর দিকে এই দুই ছবি কে টেক্কা দিতে আসছে জন অ্যাব্রাহাম অভিনীত স্টেয়ারস অ্যাটাক।
আরও পড়ুন…পর্দায় অসমবয়সী প্রেম মানতে নারাজ দর্শক, লজ্জাজনক রেটিং’এ পিছিয়ে রইল ‘গোধূলি আলাপ’
আরও পড়ুন…“পুষ্কর নাথ পণ্ডিত যেনো আমারই বাবা”- অনুপমের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া
প্রসঙ্গত, এস এস রাজামৌলি পরিচালিত আর আর আর ছবিটি দেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমির ভিত্তি করে রচিত। দেশের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামীদের কতটা অংশীদারিত্ব রয়েছে তা ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটিতে। বিখ্যাত অভিনেতা রামচরন, এনটি রামা রাও জুনিয়র, অজয় দেবগন ও আলিয়া ভাট – অসাধারণ অভিনয় এবং দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির অসাধারণ নির্দেশনা এই সিনেমাটিকে সবদিক থেকে ফুটিয়ে তুলেছে।
আরও পড়ুন…ইমরান খান ‘ঝুকেগা নেহি’! পদত্যাগ প্রসঙ্গে সোজা জবাব পাক প্রধানমন্ত্রীর