জিরো নয়, মোটা ফিগারে কাঁপাচ্ছেন বিনোদন জগৎ! এক নজরে দেখে নিন এই ৩ দক্ষিণী অভিনেত্রীদের

মন্টি শীল, কলকাতা : ইদানিং কালে বিনোদনের জগতে নিত্য নতুন ট্রেন্ড লক্ষ্য করা যায়। তাদের মধ্যে অন্যতম হল তারকাদের সাজ সজ্জা অথবা পোশাক পরিধান। কিন্তু এগুলো ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, আর সেটা হল অভিনেত্রীদের ‘জিরো ফিগার’ অর্থাৎ একেবারে মেদহীন আকর্ষণীয় চেহারা। নিজেদের আরও আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে বিনোদন জগতের একাধিক অভিনেত্রী ‘জিরো ফিগার’ গড়ে তুলতে মেতে ওঠেন।
আর এই ক্ষেত্রে তার সফলতাও অর্জন করেছেন। অভিনেত্রীদের আকর্ষণীয় চেহারা রীতিমতো মুগ্ধ করে তুলেছে তাদের অনুরাগী মহলকে। তবে এই মুহূর্তে এমনও কিছু অভিনেত্রী রয়েছেন যারা জিরো ফিগার তো দূরে থাক, রীতিমতো মেদ বহুল চেহারা নিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর সেই অভিনেত্রীরা হলেন-
• অনুষ্কা শেট্টি
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের নাম উচ্চারণ করলে প্রথমেই আসবে অনুষ্কা শেট্টি (Anushka Shetty)-র নাম। সাউথ-এর জনপ্রিয় সিনেমা বাহুবলী খ্যাত এই অভিনেত্রীকে দক্ষিণের একাধিক সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে। বিশেষত পরিচালক রাজামৌলির সিনেমাতে এই অভিনেত্রীকে বেশী করে দেখা গিয়েছে। শুধু মাত্র দেশের অভ্যন্তরেই নয়। বিদেশেও তার অসংখ্য অনুরাগীরা রয়েছেন। তবে এই অভিনেত্রীর জনপ্রিয়তায় বাধা হয়নি তার মেদ যুক্ত চেহারা। আর তা নিয়েই তিনি জনসমক্ষে বেশ জনপ্রিয়।
আরও পড়ুন ….ভক্তদের মন ভেঙে সাত পাকে ঋতজিৎ! নববধূর সঙ্গে প্রকাশ পেল ছবি
আরও পড়ুন ….মাখোমাখো প্রেমে মজে অঙ্কুশ-ঐন্দ্রিলা! টানা ১১ বছরের মধুর সম্পর্কে এখনও পড়েনি ফাটল
• হংসিকা মোটওয়ানি
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোটওয়ানি (Hansika Motwani) ছোট বয়স থেকেই বিনোদনের জগতে নিজের ছাপ রেখেছেন। একদা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘শাকালাকা বুম বুম’-এ শিশু শিল্পী হিসেবে প্রথম দেখা যায় এই অভিনেত্রীকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এই অভিনেত্রী বিনোদনের জগতে এক অন্যতম স্থান অর্জন করেছেন এই অভিনেত্রী। তবে তার এই বিপুল জনপ্রিয়তার মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি মেদ যুক্ত চেহারা। বর্তমানে তার ওজন ৬৫ কেজি হলেও আজও অনুরাগীদের মাঝে বেশ জনপ্রিয়।
আরও পড়ুন ….Pather Panchali : বেনজির উদ্যােগ! অনীক দত্তের পর ‘পথের পাঁচালী’ পরিচালনায় ভবানীপুর থানা
• নামিথা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম নাম হল নামিথা (Namitha)। বর্তমানে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে যখন নিজেদের ওজন কমানোতে ব্যস্ত, তখন এই অভিনেত্রী তার মেদ বহুল চেহারা নিয়ে বেশ খুশি রয়েছেন। দক্ষিণী এই অভিনেত্রী দর্শকদের একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে তার পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি তার ওজন। বর্তমানে এই অভিনেত্রীর ওজন ৬৬ হলেও, অনুরাগীদের মাঝে বেশ জনপ্রিয় নামিথা।