রাজামৌলির সিনেমা করতেই মহাবিপদে প্রভাস থেকে অজয়! চাঞ্চল্যকর তথ্যে শোরগোল নেটপাড়ায়

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতে একটা নতুন ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে। আর সেটা হল দক্ষিণী সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ। আর এর অন্যতম মূল কারণ হলো, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন। আর এদের মধ্যে অন্যতম সিনেমা হল ‘বাহুবলী’, ‘RRR’ বা ‘KGF Chapter 2’ এর মতো সিনেমা। যার মধ্যে বাহুবলী এবং RRR ইতিমধ্যেই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আর এর অন্যতম জনক হল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলি।
বক্স অফিসে রাজামৌলির সিনেমা ২০১৫ সাল থেকে বাহুবলীর হাত ধরে হিট সিনেমার যাত্রা শুরু করে এবং সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি RRR-এ এসে আপাতত থেমেছে। দক্ষিণী পরিচালকের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী ২’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ১৭০০ টাকা বিরাট ব্যবসা করে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা RRR প্রায় ১০০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে। যা নিঃসন্দেহে ভারতীয় আঞ্চলিক সিনেমার ইতিহাসে কার্যত নজিরবিহীন ঘটনা। এই তথ্য সামনে আসার পর অনেকেই প্রসংশার সুরে বলেছেন, পরিচালকের কাজের প্রতি অগাধ ভালোবাসা এবং কঠোর পরিশ্রম থেকেই এই সফলতা এসেছে।
আরও পড়ুন ….১০০০ কোটি পেরোলেই সিনেমা সুপারহিট! দক্ষিণী ছবি আরআরআর, কেজিএফ ২ নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ বাজপেয়ীর
আরও পড়ুন ….বলিউডকে খোঁচা দক্ষিণী মহারাজ মহেশ বাবুর, মন্তব্য শুনে সমর্থনের সুরে খুশি কঙ্গনা
তবে হিট সিনেমার ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে রাজামৌলির সিনেমাতে। যা জানলে রীতিমতো আশ্চর্য হবেন আপনিও। জানা গিয়েছে দক্ষিণী পরিচালকের সিনেমা বিপুল পরিমাণ জনপ্রিয়তা অর্জন করার পর যখন অভিনেতারা তাদের পরবর্তী সিনেমার জন্য এগোচ্ছেন। সেই সিনেমা কার্যত মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। কিছু কিছু ক্ষেত্রে এমনও ঘটনা ঘটছে যে, সিনেমার তৈরির সময় যে বাজেট রাখা হয়েছিল, মুক্তির পর তার অর্ধেকও উঠছে না বক্স অফিস থেকে।
আরও পড়ুন ….হিন্দি সিরিয়ালের পর এবার সোজা সিনেমায় ডেবিউ করছেন ক্রুশল! বিপরীতে এই জনপ্রিয় টলি নায়িকা
উদাহরণ স্বরূপ বলা যায়, দক্ষিণী অভিনেতা প্রভাসের ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী ২’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে বিপুল সফলতা অর্জন করেছিল। কিন্তু তার পরেই অভিনেতার পরবর্তী সিনেমা ‘সাহো’ বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ে। জানা গিয়েছে এই সিনেমা ৪৫০ কোটি টাকারও ব্যবসা করতে পারেনি। একই দুরবস্থা রামচরণেরও, RRR বক্স অফিসে সাফল্য পাওয়ার পর অভিনেতার পরবর্তী সিনেমা ‘আচার্যা’ বক্স অফিসে ১৪০ কোটি টাকারও ব্যবসা করতে পারেনি। এরপর অনেকেই মনে করছেন রাজামৌলির সিনেমা এই অভিনেতাদের কাছে অভিশাপ। আবার অনেকেই বলছেন, রাজামৌলি যে ধরনের বিষয়বস্তু দিয়ে সিনেমা তৈরি করেন তা আর কেউ পারবেন না। যার জেরে রীতিমতো মুখ থুবড়ে পড়ছে এই সিনেমাগুলি।