মিশকার ষড়যন্ত্রে বিদ্ধ সূর্য! দেবীপক্ষের আগেই মিশকার মুখোশ খুলবে দীপা! শুরু নতুন লড়াই

দেবীপক্ষের আগে নতুন লড়াই শুরু দীপার! সূর্যকে নির্দোষ প্রমাণ করে ঘরে ফেরাবে সে।

পূর্বাশা, হুগলি: বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়ায়’ শুরু নতুন লড়াই। কাছে এসেও এক হতে পারছে না সূর্য-দীপা। মিশকার ষড়যন্ত্রে বারংবার একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তাঁরা। মিল হওয়ার দিন থেকেই পরপর চক্রান্ত ফাঁদছে মিশকা। তার প্রভাবে এলোমেলো হয়ে যাচ্ছে সূর্য-দীপার জীবন। তবে হাল ছাড়তে রাজি নয় দীপা! যুদ্ধে জয়ী হয়ে ফিরবেই সে।

Star jalsha,Anurager Chhowa,Bengali Serial,Serial update

সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে মিশকার চক্রান্তে গ্রেফতার হয়েছে সূর্য। আদালতে হবে তাঁর বিচার।
কিন্তু সে যে সত্যিই কোনোও অন্যায় করেনি, তার প্রমাণ করবে কে? আর তখনই এগিয়ে এল দীপা। মিশকার ষড়যন্ত্র ধরতে পেরেছে সে। সূর্য আর তার গোটা পরিবারকে সে কথা দিয়েছে যে, সূর্যকে সে নির্দোষ প্রমাণ করবেই তাও দেবীপক্ষের আগে।

Star jalsha,Anurager Chhowa,Bengali Serial,Serial update

কতটা কঠিন হবে দীপার এই লড়াই? মিশকার তল্লাশি করে কিভাবে প্রকাশ্যে আসবে আসল সত্যি? দূর্গাপুজোয় সোনা-রূপার সঙ্গে সময় কাটাতে পারবে সূর্য? নাকি প্রমাণের অভাবে জেলবন্দি হয়ে থাকতে হবে তাঁকে! ‘অনুরাগের ছোঁয়ার’ দর্শকদের মনে এখন অজস্র প্রশ্ন। ধারাবাহিকের একের পর এক পর্বে সে সকল প্রশ্নের উত্তর দেবে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ।




Leave a Reply

Back to top button