মান অভিমান ভুলে অবশেষে মিল হল সূর্য-দীপার! খুশি ‘অনুরাগের ছোঁয়ার’ দর্শকেরা
দর্শকদের অপেক্ষার অবসান! মিল হল সূর্য-দীপার...

পূর্বাশা, হুগলি: ধারাবাহিকের দুনিয়ায় বেঙ্গল টপার
অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। স্টার জলসা ও জি
বাংলার টিআরপি টক্করে প্রায় প্রতি সপ্তাহে শীর্ষে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকের দুই ছোট্ট
সদস্য সোনা-রূপার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। কিন্তু একটাই আক্ষেপ, রয়ে গিয়েছে তাঁদের। কেন এখনও মিল হল না ধারাবাহিকের নায়ক-নায়িকার? তবে দর্শকদের আক্ষেপ মিটিয়ে এবার সত্যি সত্যি মিল হতে চলেছে তাঁদের।
কিন্তু অনস্ক্রিন হিট জুটির বাস্তবের সম্পর্ক কি রকম? তা নিয়ে কম জলঘোলা হয়নি। এও জানা যায় অফস্ক্রিনে মুখ দেখাদেখি বন্ধ রয়েছে সূর্য দীপার। আর তাতেই ফের মন ভেঙেছে দর্শকদের। এক সাক্ষাতকারে এ প্রশ্ন উঠতে সূর্য জানায়, বন্ধুদের মধ্যে তো আড়ি-ভাব চলতেই থাকে। একই কথা বলেন অভিনেত্রী দীপাও। এদিকে, দীপার জন্মদিনের দিন সূর্যের শুভেচ্ছা বার্তা দেখে দর্শকদের ধারণা, অভিমানের পাঁচিল বোধহয় ভাঙলো।
দীপার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ডাক্তারবাবু। সূর্য লিখেছেন, ‘চিয়ার্স তোমার ব্যক্তিগত নববর্ষকে’।
পাশাপাশি দিনটি সুন্দর করে কাটানোর শুভেচ্ছা জানিয়েছেন দিব্যজ্যোতি ওরফে সূর্য। আর এই পোস্ট দেখেই মুখে হাসি ফুটেছে অনুরাগীদের। অনস্ক্রিন না হলেও অফস্ক্রিনে যে বরফ গলেছে আপাতত তাতেই খুশি হলেন তাঁরা।