সূর্য-দীপার জীবনে হাজির ‘মিশকা’ ঝড়! মহাপর্বে চমকে দিল ‘অনুরাগের ছোঁয়া’
সূর্য-দীপার জীবনে নতুন ঝড়! মিশকার গর্ভে সূর্যর সন্তান...

পূর্বাশা, হুগলি: দীর্ঘ লড়াই সেরে অবশেষে এক হয়েছিল সূর্য-দীপা। পারিবারে আয়োজন করা হয়েছিল একত্র অনুষ্ঠান। দর্শকদের মন জয় করে কাছাকাছি আসে দুজনে। কিন্তু এরইমধ্যে ফের এলোমেলো হয়ে গেল দুজনের সম্পর্ক। সূর্য দীপার জীবনে হাজির মিশকা ঝড়। পারিবারিক অনুষ্ঠানে এসে সকলের সামনে দাঁড়িয়ে মিশকা বলে, তাঁর গর্ভে রয়েছে সূর্যর সন্তান!
সোনা-রূপার আসল পরিচয় নিয়ে দীর্ঘদিনের টানা পোড়েন চলে ‘অনুরাগের ছোঁয়ায়’। সন্তানের পরিচয়
নিয়ে দীপাকে ভুল বোঝে সূর্য। বারংবার দীপাকে অপমান করে সে। মিশকার আসল রূপ থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু এবার আর লুকোচুরি নয় সবার সামনে মাতৃত্বের খবর দিয়ে নিজের আসল রূপ সূর্যকে চিনিয়ে দিল মিশকা। কিন্তু নয়া এই অপবাদ কিভাবে মাথা পেতে নেবে সে?
ঘর ভর্তি লোকের সামনে নিজের গর্ভে থাকা সন্তান
-এর পরিচয় দিল মিশকা। এই সন্তান নাকি তাঁর ও সূর্যর। কিন্তু সত্যিই কি তাই? দীপা বুঝতে পারে এ সবই মিশকার ছল চাতুরি। কিন্তু সূর্যের গায়ে যে কালিমা লাগল তা কিভাবে মুছবে দীপা? তবে কি শুরু হল তাঁর নতুন লড়াই? দর্শকদের উত্তর দেবে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পরবর্তী পর্ব।