‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে এবার ভিন্ন মোড়! ছোট্ট রূপার মুখে কি বাবা ডাক শুনতে পারবে সূর্য?

ছোট্ট রূপার মুখে বাবা ডাক শুনতে চায় সূর্য! রূপা কি স্বীকার করবে তাঁর পরিচয়?

পূর্বাশা, হুগলি: বাংলা ধারাবাহিক জগতে বহুল জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। একের পর এক মোড়ে দর্শকদের চমক দিচ্ছে এই সিরিয়াল। ধারাবাহিকে নবাগতা স্বস্তিকা ঘোষের অভিনয় যেমন নজর কেড়েছে, তেমনই ছোট্ট দুই শিশু সোনা ও রূপা মন জয় করেছে দর্শকদের। এতদিন পর্যন্ত টানটান উত্তেজনায় এক একটি এপিসোড কেটেছে এই ধারাবাহিকের। ফের নতুন দিকে মোড় নিচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’।

Star jalsha,Bengali serial,Anurager Chowa,Serial Episode,Serial update

সূর্যই যে সোনা, রূপার বাবা তা দীর্ঘদিন মানতে নারাজ ছিল সে। ছোট্ট রূপা তাঁকে ডাকত ডাক্তার বাবু নামে। কিন্তু সম্প্রতি সেই ধোঁয়াশা কেটেছে। সূর্য জানতে পেরেছে যে সোনা-রূপাই তাঁর নিজের সন্তান। দীপা তাঁদের মা। এতদিন সে অস্বীকার করে গিয়েছে দীপাকে। অনেক অপমান ও অবজ্ঞা করেছে। নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চেয়েছে সূর্য। কিন্তু তাঁর সন্তানেরা? সোনা-রূপা কি তাঁকে মেনে নেবে এত কিছুর পরেও?

Star jalsha,Bengali serial,Anurager Chowa,Serial Episode,Serial update

সম্প্রতি ধারাবাহিকের একটি এপিসোডে দেখা যাচ্ছে, রূপার কাছে বাবা ডাক শুনতে চায় সূর্য। সে রূপাকে বলে, আমি তোমার কে হই তা তুমি সবার সামনে বলো রূপা। কিন্তু সূর্যের কথায় মুখ নামিয়ে রাখে ছোট্ট রূপা। তবে কি সে ডাকবে সূর্যকে বাবা বলে? ডাক্তারবাবুকে সে কি বাবা ডেকে জড়িয়ে ধরতে পারবে? সমস্ত প্রশ্নের উত্তর দেবে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পরবর্তী পর্ব।




Leave a Reply

Back to top button