“স্টার জলসার বোঝেনা সে বোঝেনা মানেই নস্ট্যালজিয়া…!” দশক পেরোলেও সহমত দর্শক

'বোঝেনা সে বোঝেনার' নামে নস্ট্যালজিক দর্শক।

পূর্বাশা, হুগলি: টিভি পর্দার মেগা ধারাবাহিকগুলির মধ্যে সর্বকালীন হিট সিরিয়ালগুলির তালিকা বানানো হলে সেখানে প্রথম দিকেই থাকবে ‘ বোঝেনা সে বোঝে না’ ধারাবাহিকের নাম। এক সময় এই ধারাবাহিক জনপ্রিয়তার ঝড় তোলে টিভি পর্দায়। আকাশছোঁয়া ভালোবাসা পান এই ধারাবাহিকের জুটি পাখি-অরণ্য। আর সেই জনপ্রিয়তার হাত ধরেই তরতরিয়ে বাড়ে টিআরপি।

Star jalsha,Bengali Serial,Bojhe na Shey Bojhena,Nostalgia

সম্প্রতি পুরনো সিরিয়ালগুলিকে রি-টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। ফলে আবার চালু হয়েছে ‘ফাগুন বউ’, ‘বোঝেনা সে বোঝেনার’ মতো ধারাবাহিকগুলির পুরনো পর্ব। আজও পাখি অরণ্যের টানে টিভিমুখী দর্শক। ধারাবাহিক সম্বন্ধীয়
রিল, শর্ট ভিডিয়ো ভাইরাল সমাজ মাধ্যমে। দর্শক মতে, এই সিরিয়াল কালের গতিতে ফিকে হয়নি। অনুরাগীমহলে ‘বোঝেনা সে বোঝেনা’নস্ট্যালজিয়া।

Star jalsha,Bengali Serial,Bojhe na Shey Bojhena,Nostalgia

ইদানীং একের পর এক ধারাবাহিক শুরু হচ্ছে টিভি
পর্দায়। কিছু জনপ্রিয় হচ্ছে কিছু নয়। তবে বেশ কিছু ধারাবাহিক তাঁদের জনপ্রিয়তার ধারা আজও
বয়ে চলছে তার মধ্যে অন্যতম ‘বোঝেনা সে বোঝেনা’। এই সিরিয়াল আগামী দিনেও তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকবে বলেই ধারণা দর্শক ও আমজনতার।




Leave a Reply

Back to top button