দর্শক মনে এখনও অটুট ‘ফাগুন বউ’! টেলিভিশনে পুঃসম্প্রচারিত রোদ্দুর-মহুলের গল্প…
দর্শক মনে এখনও জনপ্রিয় স্টার জলসার 'ফাগুন বউ' ধারাবাহিক।

পূর্বাশা, হুগলি: একটা সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ফাগুন বউ’। বা বলা ভালো জলসা পরিবারের চিরকালীন জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে একটি হল এই ধারাবাহিক। রোদ্দুর ও মহুলের জুটি সে সময় বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে। সিরিয়াল শেষ হতেই দর্শক আবদার আবার জুটি হয়ে ফিরুক বিক্রম চ্যাটার্জি ও ঐন্দ্রিলা রায়।
খুব কম সংখ্যক ধারাবাহিকের ক্ষেত্রেই দেখা যায় পুরনো জুটিকে নতুন সিরিয়ালে ফিরিয়ে আনা হচ্ছে। যেমন, তৃণা সাহা ও কৌশিক রায়ের ‘খড়কুটো’ জুটি ‘বালিঝড়’ ধারাবাহিকের মাধ্যমে জলসার পর্দায় ফেরে। তবে ‘খড়কুটোর’ মতো জনপ্রিয়তা পায়না। তাই তড়িঘড়ি বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। তাই স্টার জলসার সিদ্ধান্ত, নতুন করে ফেরানোর পরিবর্তে পুনঃসম্প্রচার হোক ‘ফাগুন বউ’।
সেইমতো প্রতিদিন রাত বারোটার সময় পর্দায় আবার ফিরেছে রোদ্দুর-মহুল। দর্শকদের মন রাখাও হল আবার হিট ধারাবাহিক পর্দায়ও ফিরল। চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি দর্শকেরাও। খুশি ধারাবাহিকের অভিনেতা, অভিনেত্রী-সহ অন্যান্য কলাকুশলীরা।