খোঁড়া তারকা আর ‘চিঠি’ওয়ালির রসায়ন! পর্দায়ে আসছে প্রতীক-দেবচন্দ্রিমার ‘সাহেবের চিঠি’

জয়িতা চৌধুরী, কলকাতা: টলি কিংবা টেলি সেলিব্রেটিদের ব্যাক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকদের কৌতুহলের অন্ত নেই। প্রতিদিন টিভির পর্দায়ে দেখতে দেখতে ধারাবাহিকের চরিত্রগুলিও হয়ে উঠেছে দর্শকদের বাড়ির লোকের মতো। সোশ্যাল মিডিয়ার দরুন প্রায়সই ভাইরাল হয়ে যায় তাদের ছোটো বেলার নানান মুহুর্তের ছবি। সোশ্যাল মিডিয়ার তৈরী তাদের ফ্যানপেজগুলিও প্রায়শই শেয়ার করে তাদের প্রিয় অভিনেতা- অভিনেত্রীর নানান মুহূর্তের ছবি, চর্চা করেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে।
ঠিক এরকমই জনপ্রিয় স্টার জলসার মোহর (Mohor) সিরিয়ালের নায়ক শঙ্খ স্যার। ধারাবাহিকের নায়ক শঙ্খ স্যারের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক সেন ( Pratik Sen )। কয়েকদিন আগেই তিনি তার ভক্তদের জানান খুব তাড়াতাড়ি পর্দায় ফিরবেন অভিনেতা। সেই জল্পনাকে সত্যি করে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে তার আসন্ন সিরিয়ালের ‘সাহেবের চিঠি’র ( Saheber Chithi ) প্রথম প্রোমো। তবে এবার মোহর নয়, তিনি জুটি বাঁধছেন ছোট পর্দার চারুর সাথে।
সিরিয়াল্প্রেমী লোকজন হয়ত স্টার জলসা (star jalsha ) এত দিনে দেখেও ফেলেছেন এই প্রোমো । প্রসঙ্গত স্টার জলসার এককালীন জনপ্রিয় সিরিয়াল সাঁঝের বাতি। সেই ধারাবাহিকের নায়িকা চারুর চরিত্রে অভিনয় করে ছিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় ( Debchandrima Singha Roy)। এই সাহেবের চিঠি ( Saheber Chithi ) সিরিয়ালের হাত ধরেই প্রথমবার পর্দায় একসাথে জুটি বাঁধছেন প্রতীক ও দেবচন্দ্রিমা ( Prateek and Debchandrima )।
আরও পড়ুনঃ দু’বার ক্যান্সার আক্রান্ত হয়েও থামেননি ঐন্দ্রিলা, ভালোবেসে বরকে কোলে তুলে নিলেন এক পলকে
আরও পড়ুনঃ মেয়েকে মানুষ করতে ৩৬ বছর ধরে বাবা সেজে রইলেন বিধবা মা ! ঘটনায় বিস্মিত গোটা বিশ্ব
প্রকাশ্যে আসা সিরিয়ালের প্রথম প্রোমোতে দেখা গিয়েছে সিরিয়ালের নায়িকা সাইকেলে চেপে ঘুরে ঘুরে চিঠি বিলি করে বেড়ায়। এই ভাবে একদিন তার হাতে এসে পৌঁছায় বাংলার আইকন সাহেব -এর চিঠি। এই সাহেবের চরিত্রেই অভিনয় করছেন প্রতীক। সিরিয়ালের প্রথম ঝলকেই প্রতীকের দুর্দান্ত অভিনয় ফের একবার মন জয় করে নিয়েছে তার ভক্তদের। সিরিয়ালে আরও দেখা যাবে একটি পা নেই অভিনেতা প্রতীক ওরফে সাহেবের।
প্রোমো আসার পর পরই সিরিয়ালটি কক্ষন আর কবে থেকে সম্প্রচারিত হবে তা নিয়ে মুখিয়ে আছে দর্শকমহল। তবে নতুন সিরিয়াল আসা মানেই অলিখিত নিয়ম মেনেই শেষ হয়ে আসে অন্য এক সিরিয়ালের । সেরকমই গোপন সূত্রে খবর, আগামী ৬ জুন থেকে রাত সাড়ে আটটার স্লটে দেখা যাবে ‘সাহেবের চিঠি’। শেষ হওয়ার পথে রাত ১০ টার সিরিয়াল গঙ্গারাম (Gangaram)। ওই ফলে ওই ১০টার জায়গা নিতে পারে ঋষি-পিহুর ‘মন ফাগুন’(Monphagun)।
আরও পড়ুনঃ কোমরে দড়ি পরে জেলে যাবেন অজয় শাহরুখ! ঘৃণ্য কাজের জেরে আইনি ঝামেলায় দুই সুপারস্টার