ঢাকের তালে কোমর মেলালেন ‘লক্ষ্মী কাকিমা’! “সমাজের অধঃপতন!” শুরু হল কানাঘুষো

'জল থৈ থৈ ভালোবাসা'র পর্দায় ঢাকের তালে খুশির বোল।

পূর্বাশা, হুগলি: সদ্য শুরু হয়েছে স্টার জলসার পর্দায় ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এক প্রাণোচ্ছল গৃহবধূর ভূমিকায় ধরা দিয়েছেন তিনি। যে কিনা বয়সের তোয়াক্কা না করেই আনন্দ উৎসবে মেতে ওঠেন।আর পুজোর সময় ঢাকের তালে নাচ হবে না তা কি হয়!

Bengali Serial,Serial Update,Aparajita Adhya,Jol thoi thoi valobasa

ধারাবাহিকের একটি পর্বে দেখা যাচ্ছে, পাড়ার প্যান্ডেলে মা দূর্গা আসার আনন্দে একজোট হয়েছেন পাড়ার মেয়ে বউরা। ঢাকের তালে কোমর দুলিয়ে আনন্দে মেতে উঠেছেন তাঁরা। তাঁদের এই দলের মাথা হলেন অপরাজিতা আঢ্য। বর্ষীয়ান গৃহবধূর ঢাকের বোলে নাচ দেখে এরপর পুরুত মশাইকে বলতে শোনা যায়, আজকালকার সমাজের কি অধঃপতন যে হল!

Bengali Serial,Serial Update,Aparajita Adhya,Jol thoi thoi valobasa

যদিও সোশ্যাল পাড়ায় ‘জল থৈ থৈ ভালোবাসা’ যথেষ্ট জনপ্রিয় হচ্ছে। টিআরপি লিস্টেও নজর কাড়ছে এই ধারাবাহিক। লীনা গাঙ্গুলীর স্ক্রিপ্টে ও অপরাজিতা আঢ্যের অভিনয়ে প্রাণ পাচ্ছে ‘জল থৈ থৈ ভালোবাসা’।




Leave a Reply

Back to top button