আর কথায় নয় এবার চ্যালেঞ্জ নিল কোজাগরী! ‘জল থৈ থৈ ভালোবাসা’ বুনে জিততে পারবে সে?
সরাসরি ইংলিশ চ্যানেল পার করার চ্যালেঞ্জ নিল কোজাগরী।

পূর্বাশা, হুগলি: সদ্য শুরু হয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’। একরাশ বাঁচার গল্প বুনছে এই ধারাবাহিক। সিরিয়ালের মুখ্য চরিত্র কোজাগরী জীবনকে উপভোগ করতে চায় চেনা রুটিনের বাইরে গিয়ে অন্য চোখে দেখতে চায় জীবনের মর্মার্থ। সেই কোজাগরী এবার কিনা নিয়ে ফেলল নতুন চ্যালেঞ্জ! যেমন তেমন নয় সরাসরি ইংলিশ চ্যানেল পার করার চ্যালেঞ্জ নিল কোজাগরী।
তিন সন্তানের মা কোজাগরীর গল্প একেবারেই ভিন্ন। ঘরোয়া গৃহবধূ পরিচয়ের বাইরে তাঁর একটি নিজের জগত রয়েছে। রয়েছে কিছু ছেলেমানুষি। গম্ভীর চরিত্র নয় বরং হাসিখুশি কোজাগরী যা ভাবেন তাই করেন। এবার তাঁর মাথায় ঝোঁক চেপেছে ইংলিশ চ্যানেল পার করবেন। বাড়ির লোকের বারণ সত্ত্বেও তাঁকে টানছে টলটলে নীল জল। তাই বারণের মুখে এবার কড়া প্রতিক্রিয়া তাঁর। তিনি সবাইকে দেখিয়ে দেবেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। ইংলিশ চ্যানেল সে পার করে দেখাবেই।
লীনা গাঙ্গুলীর এই ধারাবাহিকে ‘কোজাগরীর’ ভূমিকায় অভিনয় করছেন খ্যাতনামা অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ধারাবাহিক শুরুর আগেই তিনি বলেন, এই লীনা গাঙ্গুলীর হাতে গড়া এই চরিত্র তিনি বেছে নিয়েছেন কারণ, তাঁর মতে কোজাগরীকে দেখে মানুষ চোখের আরাম পাবেন। দৈনন্দিন গড়পরতা কাটিয়ে এক অন্য ধাঁচের ধারাবাহিক রূপে দর্শক মনে জায়গা করে নেবে ‘জল থৈ থৈ ভালোবাসা’।