একঝাঁক ভালোবাসা বুনতে ফিরছেন অপরাজিতা! স্টার জলসায় আসছে জমিয়ে বাঁচার গল্প…
স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন অপরাজিতা আঢ্য! নাম 'জল থই থই ভালোবাসা'

পূর্বাশা, হুগলি: ফের নতুন ধারাবাহিকে ফিরছেন
‘লক্ষ্মী কাকিমা’। স্টার জলসার নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে। সম্পর্ক ও ভালোবাসায় মোড়া একরত্তি গল্পের আঁচ বুনবে জলসার এই নতুন সিরিয়াল। জীবনে বাঁচতে শেখার নতুন ধারা আঁকবে এই ধারাবাহিক। জলসা দর্শকদের জন্য সদ্য প্রকাশ পেয়েছে সিরিয়ালের প্রোমো।
ছোট পর্দার এক প্রাণোচ্ছল চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। তিনি যেমন একাধারে নাচ গান ও কবিতা জানেন, তেমনই রান্নাবান্নাতেও সিদ্ধহস্ত তিনি। এক কথায় তাঁর চরিত্রটি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। চনমনে এই চরিত্রে বেশ ভালোই মানিয়েছে অপরাজিতা আঢ্যকে। জমিয়ে বাঁচার গল্প শোনাবে স্টার জলসার এই মেগা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার অভিনীত ছবি চিনি ২। সেই ছবিতেও যথেষ্ট প্রণোচ্ছল ছিলেন অভিনেত্রী। যদিও বক্স অফিসে দাগ কাটতে না পারলেও গল্প ও অভিনয়ের গুণে টলিপাড়ায় প্রশংসা পেয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত চিনি ২।