ফাটল শ্যামার সম্পর্কে! অনস্ক্রিনের মতো বাস্তবেও লোক ঠকায় তিয়াশা, অকপট সুবান

প্রত্যুষা সরকার, কলকাতা: টিভির পর্দায় লোক ঠকিয়েই জনপ্রিয় তিনি। চুরি, কিডনেপ, অন্যের ক্ষতি করার ধান্দায় থাকেন সব সময়। বেশির ভাগ সময় লোকের খতিকরতে দেখা যায় তাকে। একে ওকে ঠকিয়ে বেড়ানোই তাঁর কাজ। কিন্তু রিল লাইফে লোক ঠকিয়ে বাস্তব জীবনে নিজেই ঠকে গেলেন টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা সুবান রায় (Suban Roy)। তবে অন্যের থেকে নয় এবার ঠকলেন একেবারে তাঁরই প্রাক্তন স্ত্রী তিয়াশা রায় (Tiyasha Roy)এর কাছে।
সম্প্রতি কয়েক দিন আগে শেষ হয়েছে জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। সেই ধারাবাহিকে শ্যামার চরত্রে অভিনয় করে বাংলা জোড়া খ্যাতি লাভ করেছেন তিয়াশা। তিয়াশা নামটা সবার জানা না থাকলেও ‘শ্যামা’ বলে একডাকে সবাই চেনেন তাঁকে (Tiyasha Roy)। কিন্তু তাঁর এত জনপ্রিয়তার অনেকটাই কৃতিত্বই কিন্তু যায় সুবানের। সুবানের দৌলতেই অভিনয়ে আসা তিয়াশার। যদিও সেই কথাটা কখনো অস্বীকার করেননি তিনি।
কথায় আছে ভালোবাসায় একবার ফাটল ধরলে তা আর ঠিক হয় না। তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও কমছিল ভালবাসা। ধীরে ধীরে চওড়া হচ্ছিল সুবান তিয়াশার সম্পর্কের ফাটল। বেশ অনেকদিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু, এসব কথা নিয়ে কোন দিনই মুখ খলেননি কেউই। বারবারি এই প্রসঙ্গ এড়িয়ে গেছেন দুজনেই। কিন্তু সত্যিটা চাপা থাকে না বেশি দিন। আর তাই ঝড়ের মতো পৌঁছেছিল সুবান (Suban Roy) তিয়াশার বিচ্ছেদের খবরটাও।
দেখতে দেখতে পাঁচ ছয় মাস হয়ে গেছে তাদের বিচ্ছেদ। অভিনেত্রী তিয়াশা এখন ব্যস্ত নিজেকে নিয়ে। অন্যদিকে সুবানও কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন নিজেকে (Suban Roy)। নতুন শুরু হয়া ‘তুমিই যে আমার মা’ সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে সুবানকে। ফের সেই খল চরিত্রেই অভিনয় করবেন তিনি। এক সংবাদ মাধ্যমকে সুবান বলেন, তিয়াশার সঙ্গে ছাড়াছাড়ির পর থেকেই আরো বেশি করে কাজে ব্যস্ত করে নিয়েছেন নিজেকে।
এক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, নিজেকে আর একা লাগে না তাঁর। তখন সুবান (Suban Roy) বলেন, বিশ্বাস করে ঠকে গিয়েছেন তিনি। ভালবাসা তিনি যত্ন করে তুলে রেখেছেন। যদি এমন কোনো মানুষ আসে, যে ধাক্কা দিয়ে চলে যাবে না, পাশে থাকবে, সময় তাকে ঠিক মিলিয়ে দেবে বলে মনে করেন সুবান।
আবার অন্যদিকে বিচ্ছেদের পর থেকে এখন টালিগঞ্জে একাই থাকেন তিয়াশা। তবে তাঁর সঙ্গে তাকে সঙ্গ দিতে আছে তাঁর এক মিষ্টি সঙ্গী। সে হল অভিনেত্রীর আদরের পোষ্য। তিয়াশা (Tiyasha Roy) বলেন, ওই পোষ্যই তাঁকে একা থাকার সাহস যুগিয়েছে।