বাংলার জয়জয়কার! ‛বৃষ্টি পায়ে পায়ে’ বাংলা গান এখন মারাঠিতেও, নেট জুড়ে পেল অনেক ভালোবাসা

মন্টি শীল, কলকাতা : গান, এই শদ্বটার সঙ্গে জুড়ে রয়েছে বহু মানুষের হৃদয়। সাধারণত একটু কর্মব্যস্ততার ফাঁকে বা মন খারাপের বিকালে অথবা এক মিষ্টি মধুর বৃষ্টি ভেজা দিনে সকলেই নির্ভর করে থাকেন গানের উপর। তবে তা যদিও হয় বাংলা গান তবে শ্রোতাদের কাছে হয় অমৃত তুল্য। আর এই শ্রুতিমধুর বাংলা গানকে আরও জনপ্রিয় করে তুলতে সঙ্গীতের জগতে বহু কালজয়ী শিল্পীরা এসেছেন। যারা গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে।

বাংলার এই কালজয়ী সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন অন্যতম নাম হল শুভমিতা বন্ধ্যোপাধ্যায় (Subhamita Banerjee)। বাংলার এই বিশিষ্ট জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাংলা তথা বাঙালির শ্রোতাদের দরবারে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। তবে শুধু মাত্র গান নয় তার সঙ্গে সঙ্গে এই গায়িকা বাড়িয়েছেন পরিধি ও। যার দরুন বাংলা গানের বিস্তারের সঙ্গে সঙ্গে ঘটছে তার বিপুল জনপ্রিয়তাও। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর ভক্ত আট থেকে আশি সকলেই। আর এই জনপ্রিয়তা ইতিমধ্যেই পৌছিয়ে গিয়েছে সুদূর আরব সাগর তীরবর্তী শহর ‘মুম্বাই’-তেও।

8c53

আচ্ছা, সঙ্গীত শিল্পী শুভমিতা বন্ধ্যোপাধ্যায় (Subhamita Banerjee) -এর জনপ্রিয় অ্যালবাম ‘বৃষ্টি পায়ে পায়ে’ এর গান “দেখেছো কি তাকে” -এর সঙ্গে প্রায় সকলেই পরিচিত। এইবার এই জনপ্রিয় বাংলা গানের মারাঠি ভার্সান (Marathi song) গেয়ে ফেললেন মুম্বাই নিবাসী জনপ্রিয় সঙ্গীত শিল্পী অমৃতা সরকার (Amrita sarkar)। জানা গিয়েছে, মুম্বাইয়ের এই সঙ্গীত শিল্পী আলোচিত বাংলা গানটির প্রেমে পড়েছিলেন। তাই দেরি না করে এই গানের আসল গায়িকা শুভমিতা বন্ধ্যোপাধ্যায়ের কাছ থেকে অনুমতি নিয়ে মারাঠি ভাষায় গেয়ে ফেললেন।

২০০৫ সালে মুক্তি পাওয়া গান সকল শ্রোতাদের মনে হালকা প্রেমের জন্ম দিয়েছিল। যার রেশ এখনও পর্যন্ত কাটেনি। ইতিমধ্যেই গায়িকা শুভমিতা বন্ধ্যোপাধ্যায় তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই গানের এক ঝলক শেয়ার করেছেন। যা গানপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। সঙ্গীত শিল্পীর মতে, ‘বাংলা গানের এই অগ্রগতি দেখে তিনি রীতিমতো আপ্লুত। আশা করবেন আগামী দিনেও আরও জনপ্রিয় হয়ে উঠবে এই বাংলা গান।’




Leave a Reply

Back to top button