ক্যামেরা দেখেই মুখ লুকলেন সুহানা, পাশে আবার যুবক! কে এই ম্যান?

অহেলিকা দও, কলকাতা : মন্নতের ( Mannat ) সামনে দাঁড়িয়ে শাহরুখ খানের ( Shah Rukh Khan ) গাড়ি ( car )। আর সেই গাড়িতে মুখ লুকিয়ে বসে আছেন সুহানা খান ( Suhana Khan )। তার পাশে থাকা যুবকটিও ( boy ) চেষ্টা চালাচ্ছিলেন নিজের মুখ লুকানোর। কিন্তু কেন এই লুকোচুরি? এই ছবি-ভিডিও ( photo-video ) সংক্রমণের মতো ভাইরাল ( viral ) হয়েছে। শাহরুখ অনুরাগীরা প্রশ্ন তুলছেন, কেন এত লুকোচুরি সুহানার? আর তার পাশে ছেলেটাই বা কে? সুহানা ( Suhana Khan ) কি প্রেম করছে?
২০০০ সালে ২২ মে সুহানা খান মহারাষ্ট্রের মুম্বাইতে ( mumbai ) ( Suhana Khan ) জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা নিচ্ছেন। তিনি তার স্কুলের ফুটবল দলে খুবই সক্রিয় ছিলেন এবং অনূর্ধ্ব-১৪ বালিকা দলের অধিনায়কও ছিলেন। তিনি বলিউডের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে। তার বড় ভাই আরিয়ান খান এবং ছোট ভাই আব্রাম খান।

২০০১ সালে আরব সাগরমুখী এই বিলাসবহুল বাংলোয় পা রাখেন শাহরুখের পরিবার। এটির নাম রাখা হয় ‘মন্নত’। তারপর থেকেই ভক্তদের উৎসাহ এই বাংলোটিকে ঘিরে। রোজই এই বাংলো ঘিরে থাকে হাজার হাজার শাহরুখ অনুরাগী। সাংবাদিকরাও তৈরি থাকেন বাংলো থেকে কেউ বাইরে পা রাখলেই ক্যামেরায় তাকে বন্দি করে নেবে। শাহরুখ এবং গৌরীর সাথে যে আরিয়ান ( Arian Khan ), সুহানা ( Suhana Khan ), আব্রামরাও ( Abrams Khan ) বেশ জনপ্রিয়।
আরও পড়ুন….মাঝরাতের দৌড়ের ভিডিও ভাইরাল, প্রদীপের সেনায় যোগদানের স্বপ্ন আদৌ সফল হবে
পড়াশোনা শেষ করে এই বছর নিউ ইয়র্ক থেকে মুম্বই ফেরেন সুহানা ( Suhana Khan )। তারপরেই তাঁকে দেখা গিয়েছিল দাদা আরিয়ানের সাথে আইপিএলের ( IPL) অকশনে। সাথে ছিল জুহি চাওলার মেয়ে জাহ্নবীও। এদিন সুহানাকে দেখা গেল ক্যাজুয়াল শার্টে। চুলে লাগানো ছিল ক্ল্যাচার। আর সুহানার পাশে থাকা ছেলেটি পরেছিলেন নাইকের সোয়েটশার্ট। তাকে এবং তার পাশে থাকা যুবকটিকে গাড়ির পিছনের সিটে বসে থাকতে দেখা যায়। একটি ছবিতে ড্রাইভারের সাথে কথা বলতে দেখা যায় তাকে।
আরও পড়ুন….দশভি ছবির ট্রেলারেই চমক, গঙ্গারাম অভিষেক বচ্চনের অভিনয়ে ভিন্ন স্বাদ
সূত্রে খবর, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা ( Suhana Khan )। জোয়া আখতারের সিনেমা দিয়ে নেটফ্লিক্সের মাধ্যমে ওটিটিতে ( OTT ) তাঁকে দেখা যাবে বলে খবর। তার সাথে থাকছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও আমিতাভের মেয়ের ঘরের নাতি অগস্ত্য। বিখ্যাত কমিক্স ‘অর্চি’র বলিউড ভার্সানেই তারা কাজ করছেন একসাথে। যদিও এই সিনেমার শুটিং এখনও শুরু হয়নি।