মা পর্নস্টার, মায়ের এই অতীত কি মানতে পারবে সন্তানরা? দুশ্চিন্তার ভয়ে ঘুম উড়েছে সানি লিওনির

বলিউডে যদি চর্চিত নাম থেকে থাকে তা হলে তাঁদের মধ্যে উল্লেখ্যযোগ্য সালি লিওনির নামটি। সিনেমায় কাজ এবং তার বাইরে মডেলিং। এই তাঁর লাইফস্টাইল। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় অভিনেত্রীকে। খোলামেলা ও হাসিখুশি স্বভাবের বলেই বলিউডে পরিচিত সে। কিন্তু ইদানিংকালে মন ভালো নেই তাঁর। সময়ের সঙ্গে বড় হচ্ছে তাঁর তিন সন্তান। তাই বাড়ছে দুশ্চিন্তা। অতীতের কথা ভেবে অনুতপ্ত তিনি।
তাঁর অতীতের কথা ভেবে কী বলবে তাঁর সন্তানরা? ঘৃণা করবেন তাঁকে?-এই সকল প্রশ্নই যেন ইদানিং তাড়া করে বেড়ায় তাঁকে। চিন্তা যেন গ্রাস করে ফেলে তাঁর মনকে। এত শত প্রশ্ন কিন্তু উত্তর যে তাঁর অজানা। এই ভয়টাই যেন সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে তাঁর শরীর-মনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের এই দুশ্চিন্তার কথা অকপটভাবে স্বীকার করে বসেন সানি লিওনি। তিনি জানান, “আমার অনেক কিছুই আমার সন্তানদের পছন্দ না হতে পারে। সেটা কী, আর নতুন করে বোঝাতে হবে না। আমি ওদের সঙ্গে কথা বলব। ওদের বোঝাবো। যাতে বাইরের কেউ প্রশ্ন করলে ওরা সেটার উত্তর দিতে পারে।”
এখানেই না থেমে তাঁর আরও সংযোজন, “আমি নিজের মতো চলে ছিলাম। আমার সন্তানরা যদি কারোর ক্ষতি না চেয়ে, নিজেদের মতো চলতে চায়। আমি ওঁদের সেই স্বাধীনতা দেব।” উল্লেখ্য, তিন সন্তানের মা সানি। ২০১৭ সালে লাটুরের এক অনাথ আশ্রম থেকে মেয়ে নিশাকে দত্তক নেন অভিনেত্রী ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। দুই পুত্র আশের ও নোয়ার সঙ্গে বছর ছয়েকের নিশাকেও মানুষ করছেন তাঁরা। সানি জানিয়েছেন, সন্তানদের জীবনে তাঁদের পাশে থাকবেন তিনি।
প্রসঙ্গত, নিজের অতীত জীবনকে ভুলে বলিউডে পা রাখেন সানি লিওনি। কখনও ফিরে থাকেননি সেই অন্ধকারাচ্ছন্ন অতীতের দিকে। ২০১২ সালে ‘জিসম ২’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রেখেছিলেন সানি। এর পর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস ২’, ‘হেট স্টোরি’, ‘বেইমান লাভ’-এর মতো একেরপর এক সুপারহিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।