নায়ক না হয়েও জিতেছেন দর্শকদের মন, রইল পর্দার এমন ৫ অভিনেতার তালিকা

রাখী পোদ্দার, কলকাতা : ছোটো পর্দা হোক কিংবা বড়ো পর্দা একটি সিনেমা বা ধারাবাহিক কেমন হবে তা নির্ভর করে সেই সিনেমার নায়ক, নায়িকার ওপর। সিনেমা বা ধারাবাহিকে মুখ্য চরিত্রের কদর বরাবরই বেশি। তবে প্রত্যেকটি চলচ্চিত্রের গল্পে এমন কিছু চরিত্র থাকে যা ছাড়া সেই চলচ্চিত্রের গল্পই অসম্পূর্ণ। এক কথায় এই ধরনের চরিত্রকে সাপোর্টিং কাস্ট ( Supporting Cast) কিংবা পার্শ্ব চরিত্র বলা হয়ে থাকে। একটি চলচ্চিত্রকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে এদের ভূমিকাও অতুলনীয়। এমন অনেক তারকাই আছেন যারা চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় না করা স্বত্ত্বেও দর্শকদের মনে দাগ কেটেছেন একাধিক বার।
আজ আমরা এখানে আপনাদের এমনই কিছু পার্শ্বচরিত্র ( Supporting Cast) সম্পর্কে অবহিত করবে যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করা সত্বেও মানুষের মন জয় করেছেন খুব সহজেই। যাদের ছাড়া সেই চলচ্চিত্র কিংবা ধারাবাহিক রীতিমতো অচল। আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত পার্শ্ব চরিত্রে অভিনয় করা অভিনেতাদের সম্পর্কে।
প্রতারণার শিকার রিমি সেন, কোটি টাকা হারিয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ বলি অভিনেত্রী
১. চন্দন সেন

বাংলা ধারাবাহিকের এক জনপ্রিয় মুখ হলেন চন্দন সেন ( Chandan Sen)। যিনি তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন একাধিক বার। এই হেভিওয়েট অভিনেতা মুখ্য চরিত্রে কোনদিনও অভিনয় না করলেও নায়ক এর চেয়ে কোনো অংশে কম নন তিনি। থিয়েটার দিয়ে তিনি তাঁর অভিনয় যাত্রা শুরু। এরপর বহু বছর থিয়েটার এর পাশাপাশি ছোটপর্দায় বিভিন্ন পার্শ্বচরিত্রে ( Supporting Cast) অভিনয় করতে দেখা যায় এই অভিনেতাকে। বর্তমানে তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “খড়কুটো”য় সৌজন্যের বাবার ভূমিকায় অভিনয় করছেন। এর আগেও বহু ধারাবাহিকে তেনাকে দেখা গেলেও “ইচ্ছেনদী” ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। এই অভিনেতার অভিনয়ের প্রতি ইচ্ছে শক্তি এতটাই প্রবল যে বোঝার শক্তি নেই তিনি দীর্ঘ ১১ বছর ধরে ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে যুদ্ধ চালিয়ে আসছেন।
একরত্তি অপু থেকে ক্ষুরধার ফেলু! অস্কার প্রাপ্তির বছর তিরিশ পরেও আজও সত্য সত্যজিৎ
২. দুলাল লাহিড়ী

বর্ষীয়ান এই অভিনেতার চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্ক বহু বছর ধরেই। একসময় বাংলা চলচ্চিত্রে তাঁকে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যেত। বর্তমানে ছোটপর্দায় বিভিন্ন পার্শ্বচরিত্রে ( Supporting Cast) অভিনয় করতে দেখা যায় দুলাল লাহিড়ীকে ( Dulal Lahiri)। বর্তমানে তিনি “খরকুটো” ধারাবাহিকে বাড়ির বড়ো কর্তার ভুমিকায় অভিনয় করছেন। তাঁর এই মজার চরিত্র মন কেড়েছে দর্শকদের। এছাড়াও তিনি এখন স্টার জলসার “মোহর” ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগেও “কেয়ার করি না”, “মেমবউ”এর মত জনপ্রিয় ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে।
Shah Rukh Khan: এখনই লঞ্চ করবে না SRK+, নতুন বিজ্ঞাপনে সালমানের প্রসঙ্গ তুললেন শাহরুখ
৩. শংকর চক্রবর্তী

বাংলা ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতাদের তালিকায় নাম উঠে আসে শংকর চক্রবর্তীর ( Shankar Chakraborty)। ছোটপর্দা হোক কিংবা বড়ো পর্দা রীতিমতো রাজত্ব করেগেছেন তিনি। তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছে বারংবার। “মা”, “ইষ্টিকুটুম”, “কৃষ্ণকলি”র মতোন জনপ্রিয় ধারাবাহিক পার্শ্বচরিত্রে ( Supporting Cast) অভিনয় করতে দেখা যায় এই অভিনেতাকে।
মুহুর্মুহু চুমু দিয়ে বার্থডে উইশ, অঙ্কুশ-ঐন্দ্রিলার ভাইরাল ভিডিওতে মজেছে নেটপাড়া
৪. অম্বরীশ ভট্টাচার্য

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন অম্বরিশ ভট্টাচার্য ( Ambarish Bhattacharya)। তাঁর অভিনয় দক্ষতার তুলনা করা জুড়ি মেলা ভার। বাংলার চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে রীতিমতো অক্সিজেন এর মতনই কাজ করেন তিনি। বাচ্চা হোক কিংবা বুড়ো অথবা মাঝবয়সী কোন ব্যক্তি সকলের কাছে খুবই প্রিয় একজন মানুষ হলেন অম্বরিশ ভট্টাচার্য ( Ambarish Bhattacharya)। জি বাংলার “রাজা গজা” নামক বিখ্যাত ধারাবাহিকে রাজা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তিনি। বর্তমানে “খরকুটো” ধারাবাহিকে পটকা চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে।
স্বল্প পোশাকে উপচে পড়ছে যৌবন! খোলা চুলে পূজার ‘হট’ ছবিতে বুক ধড়ফড় নেটবাসীর
৫. সুদীপ মুখার্জি

বাংলা চলচ্চিত্র জগতে এক পরিচিত মুখ হলেন সুদীপ মুখার্জি ( Sudip Mukherjee)। বহু বাংলা চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। পার্শ্ব চরিত্রে ( Supporting Cast) অভিনয় করা এই অভিনেতার অভিনয় দক্ষতা হার মানাবে মুখ্য চরিত্রকেও। সম্প্রতি স্টার জলসার বিখ্যাত “শ্রীময়ী” সিরিয়ালে অনিন্দ্যর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বাংলার ঘরে ঘরে সকলের মন করেছেন তিনি।