দাদাইয়ের প্রেম ধরতে সক্রিয় মিঠাই-সুষমা! ঠাম্মির গোয়েন্দাগিরিতে ললিতা সঙ্গে পাকড়াও দাদাই

তপ্ত মোদক পরিবার ( Mithai Bengali Serial )। হবে নাই বা কেন? বাড়ির গিন্নি রেগে থাকলে যে কিছুই ঠিক থাকে না। বাড়ির কর্তা সিদ্ধেশ্বর বাবুর অল্প বয়সের বান্ধবী ললিতার আগমনে পারদ চড়েছে বাড়ির অন্দরমহলে। মেজাজ বিগড়েছে সুষমার। ললিতার আগমন যেন বদলে দিয়েছে মোদক পরিবারের চিত্র। নাচে-গানে মেতে উঠেছে মোদক পরিবার। কিন্তু সুখের এই আবহাওয়ার মাঝেও যে রয়েছে ভালবাসার দগ্ধতা। ললিতার সঙ্গে নাচে মজেছেন বাড়ির কর্তা আর তা দেখে একেবারে নাকে চোখে জল সুষমার। মাথায় জ্বলে উঠেছে আগুন। ললিতা হয়ে উঠেছে তার চক্ষুশূল। 

মাথায় আগুন চড়ার জেরে রীতিমতো দ্বন্ধ বেঁধেছে মিঠাইয়ের দাদাই আর ঠাম্মির মধ্যে। আর দম্পতির মাঝে ঝগড়া মানেই যেন আলাদা ঘরে চলে যাওয়া। সেই কারণেই আপাতত সুষমা আশ্রয় নিয়েছেন মিঠাইয়ের ( Mithai Bengali Serial  ) ঘরে। অপরদিকে দাদুর সহায় হয়েছে সিদ্ধার্থ। কিন্তু দাদুর সহায় হতে গিয়ে যেন বিপদে পড়ে যান সিড। সিদ্ধেশ্বরের নাক ডাকার জেরে ঘুম মাথায় ওঠে সিড। ফলত ভোরের দিকে সে চলে যায় বাড়ির বৈঠকখানায়। আর সেখানেই চোখ বুঝে সোফায় গা এলিয়ে দেয় সে। 

mithai new episode (1)

বেলা গড়ায় জেগে ওঠে মোদক পরিবার। কিন্তু এরপরই যেন চক্ষু ছানাবড়া হয়ে যায় মোদক পরিবারের সদস্যদের। সকাল সকাল প্রাতঃভ্রমণের জন্য তৈরি দাদান। বন্ধু শরীর নিয়ে চিন্তা অন্ত নেই ললিতার। এদিকে অলস স্বামীর এই পরিবর্তনে হতবাক সুষমা। তবে শুধুই কি শরীর চর্চা নাকি ‘সুন্দরী’ বান্ধবীর সানিধ্য? কোন টানে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন সিদ্ধেশ্বরবাবু। স্বামীর পরিবর্তনের জেরে মনে সন্দেহের দানা বাঁধে মিঠাইয়ের ঠাম্মির মনে। বৌমা সঙ্গে নিয়ে রিক্সা করে বেরিয়ে পড়েন স্বামীর পিছন পিছন। কিন্তু তদন্ত চালাতে গিয়ে যেন আরও বিপদ বেড়ে যায়। রিক্সা সোজা গিয়ে দাঁড়ায় সিদ্ধেশ্বর ও তার বান্ধবী ললিতার সামনে। সম্মান বাঁচাতে মন্দিরে পুজো দিতে যাচ্ছেন বলে দাবি করেন সুষমা। কিন্তু অজুহাত কাবু করতে ব্যর্থ হয় সিদ্ধেশ্বরকে। স্ত্রীর গোয়েন্দাগিরিতে তীব্র চটে যান সিদ্ধেশ্বর। বাড়ি এসেই খুলে বসেন অভিযোগে ঝুলি। এরপর সুষমা মন্দির থেকে ফিরতেই বাঁধে তুমুল বচসা। শেষ পর্যন্ত জিতবে কে?  অপেক্ষা পরবর্তী এপিসোডের।




Leave a Reply

Back to top button