টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ‘অনুরাগের ছোঁয়া’র দাপাদাপি, বাকিরা কে কি পুরস্কার পেল? দেখে নিন

উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা। দেখে নেওয়া যাক কাদের মুকুটে জুটলো সেরা তকমা।

প্রতিবছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার টেলিভিশনের সিরিয়াল গুলোকে পুরস্কার তুলে দেওয়া হয়। যার পোশাকি নাম দেওয়া হয়েছে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এই বছরও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বাংলা সিরিয়ালগুলোর মধ্যে সেরা সিরিয়ালগুলোর অভিনেতা-অভিনেত্রীদের হাতে পুরস্কার উঠলো বৃহস্পতিবার। রাজ্যের একটি পাঁচ তারা হোটেলে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা। দেখে নেওয়া যাক কাদের মুকুটে জুটলো সেরা তকমা।

এই বছরের আর টেলি একাডেমী অ্যাওয়ার্ডের সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন দিব্যজ্যোতি দত্ত ও অঙ্কিতা মল্লিক। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল খ্যাত দেবজ্যোতি দর্শকদের মনে অনেক দিন আগে থেকেই জায়গা করে নিয়েছেন। এই সিরিয়ালে তার চরিত্রের নাম ‘সূর্য’। অন্যদিকে নবাগতা অঙ্কিতা ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের শুরু থেকেই বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। ‘জগদ্ধাত্রী’ বা ‘জ্যাস’ নামে দর্শকদের কাছে তিনি বেশি পরিচিত এবং জনপ্রিয়। পাশাপাশি সেরা অভিনয় ক্যাটেগরিতে জয়ী হয়েছেন অভিনেতা কৌশিক সেন।

এরপরের বিভাগ প্রিয় ছেলে ও সেরা বৌমার। এখানে সেরা ছেলের পুরস্কার যুগ্মভাবে পেয়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের শঙ্কর ওরফে রাহুল মজুমদার ও ‘গাঁটছড়া’র ঋদ্ধি তথা গৌরব চট্টোপাধ্যায়। বৌমার চরিত্রের সেরা পুরস্কার পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের ‘দীপা’ অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ।

Tele Academy Award,Winner,Dibyojyoti Dutta,Ankita Mallick,Jagaddhatri,Rahul Majumder,Gourab Chatterjee,Anurager Chhowa,Swastika Ghosh.

সেরা ‘মা’ বিভাগে জয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া সকলেই জানেন তিনি ‘গাঁটছড়া’ সিরিয়ালের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। অপরদিকে সেরা শাশুড়ি ক্যাটেগরিতে সেরা খেতাব গেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ‘লাবণ্য’ ওরফে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের ঝুলিতে।

এরপরে সেরা ‘জুটি’ বিভাগে যুগ্মভাবে জয়ী হয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের দিব্যজ্যোতি দত্ত-স্বস্তিকা ঘোষ ও ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের নীল ভট্টাচার্য-তিয়াশা লেপচা। এরপরে আসছে সেরা পরিবারের পুরস্কার। এক্ষেত্রে দর্শকরা যুগ্মভাবে কাউকে পাননি বরং তিনটে সিরিয়াল পরিবার এই পুরস্কার জিতে নিয়েছে। সেই তিনটে সেরা সিরিয়াল পরিবার হল ‘অনুরাগের ছোঁয়া’, ‘গাঁটছড়া’র ও জি বাংলার ‘নিম ফুলের মধু’।

জনপ্রিয় ধারাবাহিক সিরিয়ালের খেতাব কাদের হাতে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ প্রতি সপ্তাহের টিআরপি তালিকা যে দুটি নিজেদের মধ্যে লড়াই করে সেই ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’ এই দুই ধারাবাহিকের হাতে উঠেছে সেরা ধারাবাহিক সিরিয়ালের পুরস্কার।

এছাড়াও আরও কয়েকটি পুরস্কার দেওয়া হয়েছে টেলি একাডেমী অ্যাওয়ার্ডে। সেরা সহ অভিনেতা, সহ অভিনেত্রী হয়েছেন ‘নিম ফুলের মধু’ সিরিয়াল থেকে অরিজিতা মুখোপাধ্যায় এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়।অপরদিকে খল চরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর শিরোপা জিতেছেন অনিন্দ্য চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষ, প্রিয়া পাল, অহনা দত্ত এবং রশ্মি ভট্টাচার্য। আজীবন অবদানের স্বীকৃতি হিসাবে পুরস্কৃত হয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়।




Leave a Reply

Back to top button