নতুন কাজ পেয়েই অভিনয় ছাড়লেন সানন্দা, ইন্ডাস্ট্রি থেকে কি উঠে যাচ্ছে বিশ্বাস

প্রত্যুষা সরকার, কলকাতা: বাংলা টেলিভিশন জগতে একটি পরিচিত মুখ সানন্দা বসাক ( sananda basak )। বাংলা একাধিক ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। প্রায় দশ বছর ধরে ইন্ডস্ট্রির সঙ্গে যুক্ত সানন্দা। ধারাবাহিক জগতে একাধিক চরিত্রে সানন্দাকে পাওয়া গিয়েছে। গোয়েন্দা গিন্নি, জয়ী, প্রথমা কাদম্বিনী থেকে নেতাজি একাধিক সুপারহিট বাংলা সিরিয়ালে কাজ করেছেন তিনি। তবে এবার তাঁর জীবনে তিনি নিলেন এক বড় সিদ্ধান্ত। অভিনয় সিদ্ধান্ত নিলেন অভিনয় ছাড়ার। ধারাবাহিক জগতে একাধিক চরিত্রে সানন্দাকে পাওয়া গেলেও ছেড়ে দিলেন তিনি পুরোনো কেরিয়ার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

অভিনেত্রী হওয়ার পাশাপাশি সানন্দার আছে একটি সংসার। অভিনয় শুরুর আগে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পরেছেন তিনি ( sananda basak )। সেখান থেকে সোজা অভিনয়ের দুনিয়ায় পা রাখেন সানন্দা। অভিনয় জগতে মেলে তাঁর সাফল্য। তবে এবার হঠাৎ অভিনয় ছাড়ার সিদ্ধান্ত চমকে দিল সিরিয়াল প্রেমিদের। তবে কি অন্য কোনও পেশা বাছলেন সানন্দা, না কি এবার সংসারেই মন দিলেন তিনি?

img 20220520 211727

২০১৬ সালে সানন্দা নিজের বুটিক খুলেছিলেন। করোনার আগে থেকে নিজের হাতে তৈরি গহনা বানিয়ে বিক্রি করতেন সানন্দা, কিন্তু সেই ব্যবসায় লক্ষ্মীলাভ হয়নি কিছুই, তাই সেই ব্যবসা বন্ধ করে দিতে হয় সানন্দাকে ( sananda basak )। তবে করোনার সময় আবারো অভিনেত্রী শুরু করেন তাঁর ব্যবসা। তবে এবার গহনা নয়। বাড়ি বসেই অনলাইনে শুরু করেছে তাঁর শাড়ি ব্যবসা।

img 20220520 211819

এই মুহূর্তে তাঁর শাড়ির ব্যবসা চলছে রমরমিয়ে। শাড়ি নিয়ে নিজে অনেক রিসার্চ করছেন সানন্দা। এখন দেশ বিদেশে পৌঁছে যাচ্ছে তাঁর শাড়ি। সব মিলিয়ে সানন্দার বুটিক এখন বেশ জনপ্রিয় ( sananda basak ) হয়েছে। তাই অভিনেত্রী ঠিক করেছেন আপাতত অভিনয় ছেড়ে মন দেবেন ব্যবসায়। শাড়ির ব্যবসা যাতে আরো বিস্তার করতে পারে তাই পুরো সময় এই ব্যবসায় মন দেবেন তিনি।

আরও পড়ুন – গুটকা বিক্রির জেরে কারাবাস! বিগ বি, শাহরুখ সহ ৩ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের আদালতে

তাহলে কি অভিনয় জগৎকে পুরোপুরি ছেড়ে দিলেন সানন্দা? তাঁর ( sananda basak ) প্রত্যাবর্তনের পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া হলে, তিনি ভাগ করে নেন, “এই মুহূর্তে, আমার ইন্ডাস্ট্রিতে ফিরে আসার কোন পরিকল্পনা নেই। আমি আমার উদ্যোগকে আরও বড় করার জন্য আমার সমস্ত সময় ব্যয় করছি এবং আমার সাথে কিছু লোক কাজ করছে। এবং বাড়িতে একটি বাচ্চা নিয়ে, আমাকে কাজ চালিয়ে যেতে হবে। আগামী দিনে আমার আরও কয়েকটি উদ্যোগ শুরু করার পরিকল্পনা রয়েছে।”

আরও পড়ুন – মুক্তি পেল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার অন্তিম অ্যালবাম! ভিডিও দেখে বেদনাহত অনুরাগী মহল




Leave a Reply

Back to top button