দুর্গাপুজোর থিম ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’! পুজো মন্ডপে এবার দাদার দাদাগিরি

অহেলিকা দও, কলকাতা : বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে দূর্গাপূজা আসবে। মেতে ওঠে বাঙালি আর নানান থিমে চমকপ্রদ হয় চারিদিক। এবার তো দূর্গাপূজার পারদ এখন থেকেই চড়তে শুরু করে দিয়েছে। কারণ ইউনেসকোর স্বীকৃতির পর এবার পুজোর ( Durga Puja ) আয়োজনের তোড়জোড় আরও বেড়েছে। আর এরই মধ্যে পুজোপ্রেমীদের চমকে দিল বড়িশা প্লেয়ার্স কর্ণার ( Sourav Ganguly )। এবার এই পুজোর থিমের সঙ্গে জড়িয়ে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ও ( Sourav Ganguly )।

প্রায় প্রতি বছরই পাড়ার পুজোয় পাঞ্জাবি পড়ে হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly )। ঢাক বাজানো থেকে ধুনুচি নাচ, সবেতেই শামিল হন মহারাজ। তবে এবার একেবারে থিমভাবনায় প্রবেশ বিসিসিআই প্রেসিডেন্টের। প্রথম কোনও পুজো কমিটি থিম ভাবনার অংশ করতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আসলে, বড়িশা প্লেয়ার্স কর্ণারের পৃষ্ঠপোষক খোদ সৌরভ। যিনি এবার ৫০-এ পা দিয়েছেন। আর এই ক্লাবের পুজোও এবার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অপেক্ষায়। দুয়ে মিলেই এবারের থিমভাবনার পোশাকি নাম হচ্ছে “মহারাজার ৫০ এ ৫০”।

Sourav Ganguly

ক্লাবের যুগ্মসচিব শুভম মিত্র এক সংবাদ মাধ্যমকে বলেছেন, “মহারাজদা পঞ্চাশ বছরে পা রেখেছেন। আমরা পাড়ার ছেলেরা তাই তাঁকে এভাবেই সম্মান জানানোর পরিকল্পনা করেছি। আপাতত একটি টিজার প্রকাশ্যে এনে পুজোর থিমের খানিকটা আভাস দেওয়া হল। আগামী দিনে আরও তথ্য সামনে আনা হবে। থিমের পুরোটাই শুধু সৌরভকে নিয়ে না হলেও থিমের অংশ অবশ্যই সৌরভ ( Sourav Ganguly )। কিন্তু কীভাবে তাঁকে ফুটিয়ে তোলা হবে, সৃজনে থাকবেন কোন শিল্পী, তা ক্রমশ প্রকাশ্য। প্রাক্তন ভারত অধিনায়কের অনুমতি নিয়েই কাজে নেমে পড়েছেন ক্লাবের সদস্য়রা।”

১৯৭২ সালে সৌরভ গাঙ্গুলি ( Sourav Ganguly ) জন্ম হয়, সেবছর থেকেই বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো চালু হয়। আসলে প্রতিবছরেই পুজোর সময় ভরপুর যোগ দেন সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বড়িশা প্লেয়ার্স কর্ণার। যেখানে লেখা, মহারাজার পঞ্চাশে পঞ্চাশ। সঙ্গে লেখা, “২০২২-এ আমাদের চেনা বাউন্ডারির বাইরে বেরিয়ে মহারাজদার প্রতি শ্রদ্ধা নিবেদন ‘মহারাজার ৫০ এ ৫০’। আগামী দিনে পুজোর আরও বিস্তারিত তথ্য নিয়ে আমরা মাঠে নামব। আপনারা সঙ্গে থাকুন।” ইতিমধ্যে এমন পোস্টার সৌরভ অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন…সালমানকে প্রকাশ্যে চুমু শেহনাজের ! সিদ্ধার্থ প্রেমিকার এই ঘটনায় তোলপার নেটপাড়া

আরও পড়ুন…বার সিঙ্গার থেকে টলিউডের খলনায়ক, সৌমিত্র ব্যানার্জীর জীবনটাই যেন সিনেমা




Leave a Reply

Back to top button