নতুন অতিথির আগমনের অপেক্ষায় শুভশ্রী ও রাজ

শুভশ্রীকে সাধ খাওয়ালেন তার পরিবারের সদস্যরা। দ্বিতীয়বার মা হওয়ার জন্য।

শুভঙ্কর, কলকাতা: রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী বেশ জনপ্রিয় মুখ। কেউ পরিচালক হিসেবে কেউ অভিনেতা হিসেবে জনপ্রিয়। এখন শুধু তারাই জনপ্রিয় নয়, তাদের একমাত্র ছেলে ইউভানও বেশ জনপ্রিয়। তবে আবারও চক্রবর্তী পরিবারে নতুন অতিথির আগমন ঘটছে। কি বুঝতে পারলেন তো কি বলতে চাইলাম। হ্যাঁ ঠিকই ধরেছেন তাদের আবারও একটা ফুটফুটে সন্তান আসতে চলেছে। এর মানে হচ্ছে তারা তিনজনে বদলে হবে চারজন। আর এই নতুন অতিথি আসার জন্যই সব মেয়েদেরই হয় সাধ। আর সেই জন্যই শুভশ্রীও এদিন সাধ খেলেন। মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই নতুন অতিথি চলে আসবে।

এই বছর জুন মাসে তিনি জানিয়েছিলেন তার দ্বিতীয় বার মা হওয়ার কথা। এদিন কাছের মানুষদের সাথে তিনি সাধের অনুষ্ঠান করলেন। তবে এবার তিনি আর বাঙালি সাজে বসে সাধ খাননি। তিনি পড়েছিলেন সবুজ রঙের ফ্লোরাল কুর্তি। তার সঙ্গে মানানসই মেকআপ, কানে ঝুমকো আর স্লিক হেয়ারস্টাইল। তবে সিঁথিতে চওড়া করে সিঁদুর পড়েছিলেন। তিনি এদিনের অনুষ্ঠানে মা, বাবা, স্বামী সবাইকে নিয়ে একসঙ্গে বেশ আনন্দের সঙ্গেই কাটালেন।

Subhashree Ganguly,Raj Chakraborty,Shubhashree Ganguly Pregnant,Ceremony of Sadh

 

শুভশ্রী প্রথমবার মা হয়েছিলেন ২০২০ সালে। দেখতে দেখতে ইভানের বয়স তিন বছর হয়ে গেছে। এখন তারই ছোট বোন বা ভাই আসতে চলেছে। আজকে শুভশ্রীর বেবিবাম্পে আদরের যত্নে ছুঁয়ে দিলেন সকলে। এখন খালি দিন গোনার পালা। আবারও সারা বাড়ি মেতে উঠবে ছোট্ট ছোট্ট পায়ে। শোনা যাবে কমল স্নিগ্ধ গলার আওয়াজ। ইউভানের খেলার সঙ্গী আসছে। আজকের এই বিশেষ দিনে তার পছন্দের সব রান্না করেছিল তার পরিবারের সদস্যরা। বেশ মজা ও আনন্দ সহকারে আজকের এই দিনটি কাটালেন তিনি।




Leave a Reply

Back to top button