বুড়ো হাড়ের জোর! কী দেখে প্রেমে বয়স্কদের প্রেমে পড়ছেন অল্প বয়সী সুন্দরীরা

মন্টি শীল, কলকাতা : এমন অনেকেই আছেন যারা কথায় কথায় বলে থাকেন যে, ভালোবাসার কোনও সীমা থাকে না, ভালোবাসার কোনও বয়স হয়না। কথাটা শুনতে ভালো লাগেও বর্তমান সময়ে দাড়িয়ে এই কথাটাকে বাস্তবায়িত করে তোলা কার্যত অসম্ভব। আর এর অন্যতম কারণ হল সামাজিক দায়বদ্ধতা। কিন্তু হাজারো দায়বদ্ধতার মধ্যেও আজও পুরুষ জাতির মধ্যে একটা ট্রাডিশন দেখা যায়। আর সেটা হল নিজের থেকে কমবয়সী একজন মেয়ের প্রতি ভালোবাসা জেগে ওঠা। তবে এই ভালোবাসা জেগে উঠলেও তা খুব কম সংখ্যক বাস্তবায়িত হতে দেখা যায়।

কিন্তু বিনোদন জগতের তারকাদের দুনিয়ায় এমন বহু উদাহরণ রয়েছে যারা নিজের থেকে কমবয়সী একজন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হল বলিউডের জনপ্রিয় প্রযোজক বনি কাপুর এবং শ্রীদেবী, বলিউড অভিনেতা সইফ আলি খান এবং কারিনা কাপুর, টলিউড তারকা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়। শুধু তাই নয় সম্প্রতি বিনোদনের জগত টপকে এই প্রথা লক্ষ্য করা গিয়েছে ক্রিকেটের জগতেও। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল এবং তার নিকট বান্ধবী বুলবুল।

22c43

আরও পড়ুন ….চুরি করতে গিয়ে মেয়ের হাতে ধরা পড়লেন রঞ্জিত মল্লিক! কোয়েল ও রঞ্জিতের খুনসুঁটি এখন ভাইরাল
আরও পড়ুন ….অ্যাডাল্ট ফিল্ম শুটিং করতে গিয়ে বিপদে উরফি জাভেদ! পুলিশের হাতে ধরা খেয়ে সোজা জেলে বলি-হটবম্ব

ভালোবাসার মধুর সম্পর্কে লিপ্ত হতে সমাজের দ্বায়বদ্ধতা এবং রীতিনীতিকে বিসর্জন দিয়ে নিজের থেকে কম বয়সী এক মেয়েকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার উদাহরণ রয়েছে। কিন্তু এই মনোভাবের সৃষ্টি হওয়ার মূল কারণ আপনি কি জানেন? তাহলে আসুন এই বিষয়ে স্ববিস্তারে আলোচনা করা যাক। অল্প বয়সী মহিলাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার প্রথম কারণ হল উদ্বেগহীন মনোভাব। সাধারণত অল্পবয়সীদের মানসিক চাপ, চিন্তা কম থাকে। এরা সাধারণত মন খুলে কথা বলা প্রকৃতির হয়। তাই মানসিক চিন্তা দূর করতে নিজের সঙ্গীর মধ্যে তারুণ্যের খোজ করেন একজন পুরুষ।

আরও পড়ুন ….একাধিক চমক দিয়ে শেষ পর্বে পা দাদাগিরির, ডোনা-সৌরভের নাচে উৎসবের মহল মঞ্চে

আরও একটি কারণ হল, সতেজ যৌন সুখের আশা। সাধারণত মানুষের বিভিন্ন রকমের বয়স জনিত কারণে যৌন ইচ্ছা কমতে শুরু করে। হারাতে থাকে শরীরের কার্যক্ষমতাও। তাই বেশি বয়সেও নিজের যৌন জীবনকে সতেজ রাখতে নিজের সঙ্গীর মধ্যে তারুণ্যের খোজ করেন একজন পুরুষ। এছাড়াও পুরুষদের কমবয়সী মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার অন্যতম কারণ হল বয়স কালে যত্নের ইচ্ছা। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা দেখা যায়। তাই এই সময় যদি একজন কমবয়সী জীবন সঙ্গী পাশে থাকে তাহলে অতিরিক্ত যত্ন এবং উন্মাদনায় কাটানো যাবে বাকি জীবনটুকুও।




Leave a Reply

Back to top button