খবরদার পরিবারের সঙ্গে দেখবেন না এই চারটি সিরিজ! কেন? জেনে নিন

ঘনিষ্ঠ দৃশ্যে ভরা এই সিরিজগুলি বিতর্কিত সমাজ মাধ্যমে...

ধারাবাহিক, বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজ এখন জনপ্রিয় বাঙালির ঘরে ঘরে। যে কোনো বয়সের মানুষ এখন ওয়েব সিরিজের প্রতি আকৃষ্ট। তবে ওয়েব সিরিজের পোকা বেশি টিনেজাররা। সমীক্ষা বলছে, এই আঠেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেময়েরা কার্যত ওয়েবসিরিজ দ্বারা অ্যডিকটেড। ওয়েবসিরিজের এই দুনিয়ায় বেশ কিছু ভাগ রয়েছে। সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, ঘনিষ্ঠ দৃশ্যে ঠাসা সিরিজ রমরমিয়ে চলছে ওয়েব প্লাটফর্মে। যা কোনোমতেই দেখা যাবে না পরিবারের সাথে বসে। আসুন জেনে নিই তেমনই কয়েকটি ওয়েবসিরিজের নাম।

Controversial Series

১) ‘Ullu’ প্লাটফর্মে একটি সিরিজ রিলিজ করতে চলেছে। যার নাম ‘চুল’। এই সিরিজে এক মধ্য বয়সী মহিলার সাথে এক যুবকের ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে। ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই সিরিজটি নিয়ে চরম উন্মোদনা তৈরি হয়েছে।

২)  ‘Ullu’ প্ল্যাটফর্মের আরও একটি সিরিজ নিয়ে বেশ আলোচনা চলছে। এই সিরিজটির নাম ‘মানমানিয়া’। একজন পঞ্চাশ বছরের বৃদ্ধ এবং কমবয়সী মেয়ের মধ্যেকার সম্পর্ক নিয়ে নির্মিত হয়ছে সিরিজটি। এখানে বেশ কিছু ঘনিষ্ঠ ও বিতর্কিত দৃশ্য রয়েছে। যার জন্য এই সিরিজটি পরিবারের সঙ্গে দেখার জন্য একেবারেই উপযুক্ত নয়।

৩) গত ১৪ জুলাই রিলিজ হওয়া ‘গাছি’ নামক সিরিজটি নিয়েও বেশ আলোচনা হচ্ছে সমাজ মাধ্যমে। সিরিজটিতে মেয়েদের উপর পুরুষ তান্ত্রিক সমাজের দমন পীড়ন ও অত্যাচারের ইতিবৃত্ত ফুটে উঠেছে। এমনকি একসময় সে  অত্যাচারের বিরুদ্ধে গর্জ-এ ওঠেন তারা।

Controversial Series

৪) এরপর বলবো এমন একটি সিরিজের কথা যেখানে একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও একজন অপ্রাপ্তবয়স্ক ছেলের কাহিনী তুলে ধরা হয়েছে। সিরিজটির নাম ‘ভার্জিন সাসপেক্ট’। পরিবারের সঙ্গে দেখার জন্য এই সিরিজটি একেবারে উপযুক্ত নয়।




Leave a Reply

Back to top button