অপরাজিতার ভোলবদল! শাড়ি ছেড়ে সর্দারজীর বেশে ‘লক্ষ্মী কাকিমা’, শোরগোল নেটপাড়ায়

টেলি ও টলি পাড়ার স্বনামধন্য অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। ৮ থেকে ৮০ সকলেই তাঁর অভিনয়ে মুগ্ধ। তাঁকে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় নেই। সর্বদা হাসিখুশি একটি মুখ রাজত্ব করে চলেছে সর্বত্র। ধারাবাহিক হোক বা সিনেমার পর্দা অথবা সঞ্চালনা সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। বর্তমানে অপরাজিতাকে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘লক্ষ্মী কাকিমা’ (Lokkhi Kakima Superstar) ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) জগতেও ব্যাপকভাবে এক্টিভ অভিনেত্রী। নিত্যনতুন রিল ভিডিওতে (Video) নজর কাড়েন নেটিজেনদের। এমনি প্রশংসাও পান ভুরি ভুরি। এবার ‘লক্ষ্মী কাকিমা’ দিন কয়েকের মধ্যেই ধরা দেবেন অন্য রূপে। কিছুদিনের মধ্যেই দর্শক তাঁকে দেখতে পাবে ‘কাকু’ হিসেবে। ইতিমধ্যেই সেই ঝলক নেটমাধ্যমে শেয়ার করেছেন অপরাজিতা আঢ্য।
সম্প্রতি অপরাজিতা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে কিভাবে অপরাজিতা (Aparajita Adhya) থেকে একজন পাঞ্জাবি ব্যাক্তির লুক নিলেন অভিনেত্রী সেটাই উঠে এসেছে। তবে, পুরোটাই মেকআপের জাদু। কিভাবে একজন মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া যায় তাই উঠে এসেছে ভিডিওতে।
এই নতুন লুকে অপরাজিতাকে (Aparajita Adhya) যে বেশ ভালো মানিয়েছে তা বলা যায় বৈকি। তবে, ঠিক কি কারণে এই লুক নিয়েছেন অভিনেত্রী তা যদিও স্পষ্ট করে জানাননি। তবে, তাঁর ক্যাপশন দেখে অনেকটাই অনুমান করা যায় যে ‘লক্ষ্মী কাকিমা’ (Lokkhi Kakima Superstar) সিরিয়ালের কারণেই এই অবতারে ধরা দিয়েছেন অপরাজিতা। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রীন লিখেছেন, ‘পঞ্চনদীর তীরে/ বেণী পাকাইয়া শিরে, লক্ষী কাকীর যাত্রাশুরু। এসেছে সে এক দিন/ লক্ষ পরানে শঙ্কা না জানে/ না রাখে কাহারো ঋণ। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন।’ (অপরিবর্তিত)।
ভিডিও (Video) শেয়ার করতেই একের পর এক প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন যে-‘দারুন লাগছে’। কেউ লিখেছেন-‘ব্যাপক’। আবার কেউ তাঁদের লক্ষ্মী কাকিমাকে একেবারে চিনতেই পারছেন না বলে জানিয়েছেন। হঠাৎ করে কেন ‘লক্ষ্মী কাকিমা’-এর এই বেশ? যা নিয়ে নেটিজেনের মনে প্রশ্নের শেষ নেই। সবটাই অবশ্য প্রকাশ্যে আসবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।
আরও পড়ুন মা হওয়ার পর আবারো পর্দায় ফিরছে মিঠাইয়ের নন্দা, অভিনেত্রীর ফিরে আসায় খুশি দর্শকেরা
আরও পড়ুন অনিশ্চয়তায় কপিল শর্মার শো, অভিনেতারা সরে দাঁড়াচ্ছেন কপিলের থেকে