পুলিশের অফিসারের বেশে হাতে বন্দুক নিয়ে হাজির যীশু সেনগুপ্ত! নতুন ছবির, নতুন লুকে চমকে দিলেন দর্শকদের

আসছে যিশু সেনগুপ্তর নতুন ছবি! প্রথম ঝলকেই মুগ্ধ দর্শক।

পূর্বাশা, হুগলি: ফের নতুন ছবিতে চমক দিতে চলেছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। শুধু বাংলা ইন্ডাস্ট্রি নয় মুম্বাই, তেলেগু মুভিতে তাঁর অবাধ বিচরণ। একের পর এক কাজে ব্যস্ত রয়েছেন অভিনেতা। এরইমধ্যে প্রকাশ্যে এল তাঁর পরবর্তী ছবির প্রথম ঝলক। যেখানে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন যীশু সেনগুপ্ত।

Jishu Sengupta,New Movie,Ravi Teja,TigerNageswaraRao

নতুন এই ছবির নাম টাইগার নাগেশ্বর রাও।যেখানে
পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা যীশু। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা তাঁকে যাচ্ছে পুলিশ ইউনিফর্মে হাতে বন্দুক নিয়ে। এক বিস্ফোরণের দৃশ্যও ফুটে উঠেছে পোস্টারে। যীশু সেনগুপ্তর চোখে জ্বলজ্বল করছে তেজ। শত্রুর খোঁজে এক পা, এক পা, করে এগিয়ে চলেছেন তিনি। ছবির পোস্টার প্রকাশ পেতেই তুঙ্গে দর্শক উদ্দীপনা।

Jishu Sengupta,New Movie,Ravi Teja,TigerNageswaraRao

জানা যাচ্ছে, আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে ছবির অফিসিয়াল ট্রেলার। অভিনেতাকে নতুন চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত, এবার পুজোয় সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ ছবিতে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। সঙ্গে থাকবেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের মতো তাঁবড় অভিনেতারা।




Leave a Reply

Back to top button