অভিনয় ছেড়ে পুলিশে যোগ দিলেন জি বাংলার জনপ্রিয় অভিনেতা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
তবে কি তিনি অভিনয় ছাড়লেন? সোশ্যালে ছবি দেখে চমকে গেলেন দর্শক

পূর্বাশা, হুগলি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকে অভিনেত্রীর দেওরের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। যে কোনো বিপদে ধারাবাহিকের অভিনেত্রী পর্ণা তাঁর দেওর ‘চয়ন’ কে পাশে পায়। কিন্তু একান্নবর্তি পরিবারে চাকরি না থাকায় ‘বেকার’ অপবাদ শুনতে হত চয়নকে। কিন্তু এবার সে তকমা সরিয়ে ট্রাফিক সার্জেন্টের চাকরি পেয়েছে ‘চয়ন’ তথা উদয় প্রতাপ সিং। সেই রোলের শ্যুটিং চলছে জোর কদমে।
ইতিমধ্যে শ্যুটিংয়ের কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা। আর তারপরেই অনুরাগীদের মত, তিনি কী পুলিশে যোগ দিলেন? কিন্তু বিষয়টির খোলসা করেছেন অভিনেতা নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন, আসলে এটি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের কিছু দৃশ্য। যা আর কিছুদিনের মধ্যেই পর্দায় দেখতে পাবেন দর্শকেরা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন উদয় প্রতাপ সিং। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকেও বেশ নজর কেড়েছে তিনি। তাঁর প্রাণজ্জ্বল স্বভাব মন জিতে নিয়েছে ধারাবাহিকের দর্শকদের।