নতুন সম্পর্কে জড়িয়েছেন মিমি? প্রেমিক কে জানেন? ইন্সটাগ্রামে নিজেই বললেন গোপন কথাটি

মিমি বাংলা ছবির জনপ্রিয় নায়িকা। তিনি আবার যাদবপুরের সাংসদও। সোশ্যাল মিডিয়াতেও অ্যাকটিভ। কোনও ছবি, ভিডিও পোস্ট করলেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

একটা সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিমির প্রেমের খবরে উত্তাল ছিল গোটা টলিউড। মুখরিত থাকত পেজ থ্রি। ঝড় উঠত চায়ের কাপে। রাজের পরিচালনায় ২০১২ সালে ‘বোঝে না সে বোঝে না’, ২০১৩ সালে ‘প্রলয়’, ২০১৪ সালে ‘যোদ্ধা: দ্য ওয়ারিয়র’ এবং ২০১৫ সালে ‘কাটমুণ্ডু’  ছবিতে অভিনয় করেছিলেন মিমি। কাজের সূত্রেই কাছাকাছি আসা। কিন্তু ২০১৬ সালে নাকি তাঁদের ব্রেকআপ হয়ে যায়। টলিউডে কান পাতলেই শোনা যায় এসব খবর।

মিমি বাংলা ছবির জনপ্রিয় নায়িকা। তিনি আবার যাদবপুরের সাংসদও। সোশ্যাল মিডিয়াতেও অ্যাকটিভ। কোনও ছবি, ভিডিও পোস্ট করলেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেই নিয়ে চলে আলোচনা সমালোচনা। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’-এর আসর বসিয়েছিলেন মিমি। সেখানেই তাঁর দিকে ধেয়ে এল প্রেমিককে দেখার আবদার। এক অনুরাগী প্রশ্ন করে বসেন, ‘আপনার বিএফ কে দেখতে চাই’? মিমিও কম যান না। সহাস্যে উত্তর দিয়েছেন সেই প্রশ্নের। তবে মজার ছলে।

Mimi Chakraborty,Boy Friend,Tollywood,Actress

মিমি হেসে বলেন, ‘আমিও দেখতে চাই’। তারপরই পাল্টা প্রশ্ন করেন, ‘বি এফ মানে প্রেমিক না কি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা তো সকলেই জানে। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথাই বলেছেন। তাকে আমিও দেখতে চাই’।  এর আগেও মিমি কোনও সম্পর্কে রয়েছেন কিনা, কবে বিয়ে করছেন, এই সব প্রশ্ন তাঁর দিকে এসেছে। তবে প্রতিবারই মজার ছলে পাশ কাটিয়ে গিয়েছেন অভিনেত্রী।

রাজের পর মিমির সঙ্গে যশের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। সেই সময় সদ্যই নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল। কিছু ছবি দেখে নেটিজেনরা বলছিলেন, নুসরতকে ছেড়ে নাকি মিমির দিকে ঝুঁকছেন যশ।  যদিও কেউ এই নিয়ে মুখ খোলেননি। আবার তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সঙ্গেও মিমিকে জড়িয়ে একাধিক গুঞ্জন দানা বেঁধেছিল। শোনা যাচ্ছিল, মিলি নাকি মিমির ‘বিশেষ বন্ধু’। তবে এই নিয়েও স্পিকটি নট ছিলেন দুজনেই।




Leave a Reply

Back to top button