লিভ-ইন থেকে আত্মহত্যা! ঝুলন্ত অবস্থায় উদ্ধার ‘আমি সিরাজের বেগম’ খ্যাত অভিনেত্রী Pallavi Dey এর দেহ

রাখী পোদ্দার, কলকাতা : ফের দুঃখের খবর ভেসে এল টলি ( Tollywood) পাড়ায়। ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে ( Pallavi Dey)এর দেহ। একাধিক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এমনকি মৃত্যুর ১৭ ঘন্টা আগেও ইনস্টাগ্রামে রিল ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। এদিন রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে গরফার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশ। গলায় ছিল বিছানার চাদর।
টেলিভিশন দুনিয়ায় পরিচিত মুখ পল্লবী ( Pallavi Dey)। ‘রেশম ঝাঁপি’ ( Resham Jhampi) সিরিয়ালের হাত ধরে অভিনয়ে পা রাখেন তিনি। তারপর সুপ্রিয়ার নাতি শন বন্দ্যোপাধ্যায়ের ( Sean Banerjee) বিপরীতে ‘আমি সিরাজের বেগম’ ( Ami Sirajer Begum) সিরিয়ালে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে অভিনয় করেন পল্লবী। মাঝে ‘কুঞ্জছায়া’ সিরিয়ালের পর এই মুহূর্তে ‘মন মানে না’ সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। রবিবার শ্যুটিংয়ে যাওয়ারও কথা ছিল তাঁর। কিন্তু তার মধ্যেই সব শেষ করে দিয়ে চিরতরে চলে গেলেন এই অভিনেত্রী। সহ অভিনেতা ভরত কল জানিয়েছেন, এক দিন আগেও তাঁরা একসঙ্গে শ্যুটিং করেছেন। তখনও বেশ হাসিখুশিই ছিলেন অভিনেত্রী। শেষ শুটেও তাঁর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি বলেই জানিয়েছেন সিরিয়ালের অন্যান্য কলাকুশলীরা।
আরও পড়ুন : জন্মদিনের পরদিনই মৃত্যু! ২২ বছরের এই অভিনেত্রীর মৃত্যুতে স্তম্ভিত গোটা টলিউড

পুলিস সূত্রে খবর, সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় মেলে পল্লবীর ( Pallavi Dey) দেহ। বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তারা। অভিনেত্রীর ডাকনাম মিষ্টু। বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে। তবে সেখান থেকে দেড় মাস আগেই গড়ফার ( Garfa) একটি আবাসনে চলে এসেছিলেন পল্লবী। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন পল্লবী। সম্ভবত হাওড়ার বাড়ি থেকে গড়ফার ফ্ল্যাটে চলে আসার কারণ সেটাই। প্রেমিকের নাম সাগ্নিক চক্রবর্তী ( Sagnik Chakraborty)।
আরও পড়ুন : চার সন্তানের বাবা হয়েও এখনো ‘বাবা’ ডাক শোনেননি মিঠুন চক্রবর্তী, কিন্তু কেন এই ব্যার্থতা?

পুলিশ সূত্রে খবর, গড়ফার ওই ফ্ল্যাটে যার সাথে লিভ-ইনে থাকতেন অভিনেত্রী তাঁর সঙ্গে মৃ্ত্যুর আগের দিন রাতে কথা কাটাকাটি হয়েছিল অভিনেত্রীর। এরপর রবিবার সকালে ধূমপান করতে বাইরে বেরিয়েছিলেন অভিনেত্রীর প্রেমিক সাগ্নিক ( Sagnik Chakraborty)। ফ্ল্যাটে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান তিনি। এরপর ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখতে পান এক মর্মান্তিক দৃশ্য। ঘরে ঢুকতেই তিনি দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন পল্লবী। তারপরই পুলিশকে খবর দেন সাগ্নিক। যদিও পুলিশ পল্লবীর ( Pallavi Dey) ঘর থেকে কোনও সুইসাইড নোট পায়নি। আদৌ কি এটা আত্মহত্যা নাকি খুনের ঘটনা তা এখনো স্পষ্ট নয়। অবশ্য পুলিশ জেরা করছে অভিনেত্রীর প্রেমিক সাগ্নিকেও। তবে কিছু ঘন্টা আগেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করা এই অভিনেত্রীর সাথে কি এমন ঘটল যে এত বড় পদক্ষেপ নিতে বাধ্য হলেন অভিনেত্রী সে প্রশ্নের উত্তর এখনও অধরা।