টিআরপি টানতে বেসামাল! ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের অস্বস্তিকর দৃশ্যে তুমুল আপত্তি দর্শকদের
টিআরপির প্রতিযোগিতায় যাচ্ছেতাই দৃশ্য ধারাবাহিকে! সরব নেটিজেনেরা

পূর্বাশা, হুগলি: সন্ধ্যা হলেই টিভির সামনে বসে পড়েন আমজনতা। জি বাংলা, স্টার জলসার পর্দায় দেখানো ধারাবাহিকের চরিত্ররা তাদের ঘরের মানুষ। একাধিক সিরিয়াল, একাধিক চরিত্র। আবার তাদের মধ্যেই তুমুল প্রতিযোগিতা। টিআরপি নিয়ে রেষারেষি। আর এই টিআরপি টানতেই এবার বেসামাল কাজ করে বসলো স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকটি। সিরিয়ালের একটি দৃশ্যে দেখানো হল অভিনেত্রীর কোমর থেকে খুলে যাচ্ছে প্যান্ট! যা নিয়ে শুরু হয়েছে ঘোর শোরগোল।
স্টার জলসার এই ধারাবাহিকটি মুলত দুই বোনকে কেন্দ্র করে। একজনের নাম ‘সন্ধ্যা’ আর একজনের নাম ‘তারা’।ধারাবাহিকের অভিনেতা আকাশনীলের প্রতি তারার ভালোবাসা থাকলেও ঘটনাচক্রে আকাশনীলের সঙ্গে বিয়ে হয় দিদি সন্ধ্যার। এরপরেই অন্য মোড় নেয় গল্পটি। এদিকে গ্রাম্য স্ত্রী সন্ধ্যাকে পছন্দ করেননা নায়ক। একটি এপিসোডে দেখানো হয়, আকাশনীল সন্ধ্যাকে বলছে তার বন্ধুরা বাড়িতে আসবে তাই পাশ্চাত্য বেশে সাজতে হবে সন্ধ্যাকে। অবশেষে বরের আর্জি মেনে শার্ট-প্যান্ট পরে রাজি হয় সন্ধ্যা। কিন্তু শার্ট-প্যান্ট পরে ‘স্মার্ট’ বউ সাজতে গিয়েই ঘটে অঘটন। ঢলা প্যান্ট পরে কোমর থেকে হাত সরাতেই খসে পড়ে প্যান্ট।
ধারাবাহিকের এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার হতেই ঝাপিয়ে পড়েছেন নেটিজেনেরা। বর্তমানে টিআরপি লিস্টে সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে ‘সন্ধ্যাতারা’। তাও টিআরপি টানতে কেন এমন দৃশ্য দেখানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। গোটা ঘটনাটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা।