শিঞ্জিনীকে অতীত! রঙ্গনের জীবন পাতায় নতুন নারী, ভালবাসাকে বাঁচাতে কী করবেন অভিনেত্রী?

মন্টি শীল, কলকাতা : খুনসুটি এবং প্রেম, এই দুই হল বাংলা ধারাবাহিক এর এক অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যার দরুন জনপ্রিয় হয়ে চলেছে একের পর এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক ( Bengali Serial )। আর এই জনপ্রিয় বাংলা ধারাবাহিক ( Bengali Serial ) মধ্যে একটি অন্যতম হল নাম পিলু ( Pilu )। জি বাংলা ( Zee Bangla ) সম্প্রচারিত এই জনপ্রিয় ধারাবাহিকটি বেশ কিছু দিন যাবত টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যার অন্যতম কারণ হল ধারাবাহিকের গল্পের নতুন্ত থেকে শুরু করে ধারাবাহিকে অভিনিত চরিত্র গুলি।
তবে সম্প্রতি এই পিলু ( Pilu ) ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র আহির-পিলু এবং রঞ্জার-মল্লার এর সঙ্গে সঙ্গে দর্শক মহলে এক অন্যতম চরিত্র হিসেবে উঠে এসেছে রঙ্গন এবং শিঞ্জিনী-র জুটি। ধারাবাহিকের গল্প অনুসারে দেখা গিয়েছিল, রঙ্গন শিঞ্জিনীর ভালোবাসা বাস্তবায়িত হয়েছে। অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী তাদের বাস্তব জীবনে এক সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। কিন্তু রিল জগতে এর বিপরীত প্রভাব দেখা গিয়েছে। ইদানিং ধারাবাহিকে দেখা গিয়েছে, নিজের পরিবারের জন্য ভালোবাসাকে বিসর্জন দিয়ে শিঞ্জিনীকে অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছেন।
যার জেরে রঙ্গনের জীবনেও বিষন্নতার কালো মেঘ দেখা গিয়েছে। তবে হয়তো খুব শীঘ্রই রঙ্গনের জীবনেও আসতে চলেছে এক নতুন মোড়। যা প্রকাশ্যে আসার পর দর্শক মহলের প্রশ্ন, তবে কি ফের একবার রঙ্গনের জীবনে আসতে চলেছে নতুন বসন্তের। ফের একবার প্রেমের সাগরে ডুব দিতে চলেছেন পিলু ( Pilu ) ধারাবাহিকের রঙ্গন? কোন অভিনেত্রী হতে চলেছেন অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়-এর রিল জীবনের জীবন সঙ্গী? জানা গিয়েছে ফের একবার নতুন টুইস্ট আসতে চলেছে পিলু ( Pilu ) ধারাবাহিকে।
সূত্র অনুসারে, পিলু ( Pilu ) ধারাবাহিকের গল্প যত এগোচ্ছে, ততই জোড়ালো হচ্ছে রঙ্গন এবং মল্লিকার প্রেম কাহিনী। এইদিকে আবার মল্লার-এর বিধবা বোনের সঙ্গে পিলু, রঞ্জার জ্যাঠতুতো দারার সঙ্গে বিবাহ হবে এই বিষয় নিয়েই এতদিন ধরে এই জনপ্রিয় ধারাবাহিকে জল্পনা তুঙ্গে ছিল। তবে এই বিয়ে না হবার সম্ভাবনাই বেশি কারণ, ধারাবাহিকের এই দুই পরিবারই প্রাচীনপন্থী। তবে ধারাবাহিকে এই পর্ব শেষ হতে না হতেই রঙ্গন মল্লিকার সঙ্গে বিবাহের জল্পনা ভীষণ রকম ভাবে উৎসাহিত করছে টেলিভিশনের দর্শক মহলকে।