এখন ওয়েবসিরিজ মানেই নীল ছবি, নব্য চলচিত্র নিয়ে বিস্ফোরক হয়েছিলেন অভিষেক

বিনোদন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। কর্মব্যস্ত জীবনে প্রতিটি মানুষই চায় একটু শান্তির জিরান আর অল্প মানসিক আনন্দ। আর আনন্দ নিয়ে আসে বিনোদন। বিনোদনের কথা উঠলেই বলতে হয়, বিনোদনের এখন নতুন নাম ওয়েব সিরিজ। আজ্ঞে হাঁ। এখন বিনোদনের সমস্ত রসদ জোগায় ওয়েব সিরিজ বা ওয়েব প্ল্যাটফর্ম। কি নেই সেখানে। নাচ থেকে আরম্ভ করে চলচ্চিত্র সব কিছুই এখন ওয়েব মাধ্যমেই দেখা সম্ভব। হিন্দি, ইংরেজি ও বাংলা সব মাধ্যমেই এখন ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে বাংলার সবথেকে জনপ্রিয় ওয়েব মাধ্যম হল হৈ চৈ। এর মত জনপ্রিয় মাধ্যম বাংলায় আর নেই। সিনেমা থেকে শুরু করে সিরিজ সবরকম কন্টেন্ট এখানে পাওয়া যায়। একবার বাংলার এই ওয়েব প্ল্যাটফর্মকে নিয়েই মন্তব্য করেছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তিনি হৈ চৈ ( Bengali Web Series ) এর জনপ্রিয় মাধ্যমটিকে নীল ছবির আঁতুড় ঘোর বলেছিলেন।
আরও পড়ুন…………কেরানি পুস্করনাথের ছেলে অনুপম, এখন দুশো কোটির নায়ক অনুপম খের

সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের ( Abhishek Chatterjee ) বাংলা ইন্ডাস্ট্রির উপর নানা কারণে ক্ষোভ ছিল। তিনি বহুবার জানান যে, তাদের সময় যেভাবে ভেবে চিন্তে চিত্রনাট্য লেখা হত এখন সেই যুগ নেই। এখন এসবের বালাই নেই। আর তিনি আরও জানান যে, এখন নতুন মাধ্যম ওয়েব সিরিজ, যা আসলে নীল ছবির আঁতুর ঘর। এখানে অভিনেতা অভিনেত্রীরা অভিনয় কম বরং লাস্যময়ি অঙ্গভঙ্গি দিয়ে দর্শক টানেন। শরীর আর যৌনতাই হল এই মাধ্যমের মূল ইউএসপি পয়েন্ট। অভিষেকের এরকম মন্তব্যের কারণে অনেকেই অবশ্য তাকে পাল্টা জবাব দিয়ছিলেন। তবে অভিনেতা ( Abhishek Chatterjee ) এসবে মাথা ঘামাননি। তিনি এর পরেও বহুবার ওয়েব সিরিজের অভিনয় দক্ষতাকে নিয়ে প্রশ্ন তুলেছেন ও ওয়েব সিরিজের সরাসরি নিন্দা করেছেন। অনেক ওয়েব সিরিজ নির্মাতারাই জানিয়েছেন ছবি চালানোর জন্য একটু আধটু এসব থাকেই।
আরও পড়ুন…………ছয় থেকে আট প্যাক অ্যাবস! ‘পাঠান’ সিনেমায় শাহরুখের ক্যালমা দেখে মুগ্ধ নেট নাগরিক
তবে আজকে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় অনেক দূরে। তার বক্তব্যকে নিয়ে সমলোচনা করার মত কোনও অবকাশ আমাদের নেই। তবুও স্মৃতির পাতায় তার কথা ও ভাবনা চিন্তাগুলো রয়ে যাবে। বলা বাহুল্য যে, শুধু অভিনেতাই নয় অনেকেই অভিনেতার ( Abhishek Chatterjee ) এই বক্তব্যকে সমর্থন করেছেন।