ঘণ্টার পর ঘণ্টা দর্শকদের মাতিয়ে রেখেছিল, অভিষেকের স্মৃতিচারণায় তোচন ঘোষ

সকলকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ( Abhishek Chatterjee )। বয়স মাত্র আটান্ন হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতার। বাংলা ইন্ডাস্ট্রিকে দিয়েছিল বহু সফল ও হিট ছবি। টলিউডের তাবড় তাবড় অভিনেতাদের মধ্যে অভিনেতা অভিষেক ছিলেন একেবারে প্রথম সারিতে। নায়ক অভিষেককে আমরা সকলেই জানি। কিন্তু ব্যক্তি হিসেবে কেমন ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। জানতে ইচ্ছে করছে পাঠকদের। অভিনেতার মৃত্যুর পর তাকে নিয়ে আগ্রহ ও উৎসাহ যেন আরও বেড়ে গিয়েছে। নায়ক অভিনেতার চেয়েও ব্যক্তি অভিনেতাকে ( Abhishek Chatterjee ) নিয়ে আরও বেশি জানার ইচ্ছেব দেখা দিয়েছে। ইন্ডাস্ট্রির অনেকেই গল্পের ঝুলি খুলে বসেছেন অভিনেতাকে ( Abhishek Chatterjee ) নিয়ে। আর তাই কেমন ছিলেন ব্যক্তি অভিনেতা, সেই কথাই জানালেন প্রযোজক তোচন ঘোষ। অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন জানালেন নিজেই।

আরও পড়ুন……………নায়িকাকে কুপ্রস্তাব, খড়কুটোর প্রিয়াঙ্কার এটা নিজে চোখে দেখতে চাইলেন প্রযোজক

স্মৃতিচারণায় উঠে এল অনেক কথা। প্রযোজক তোচন ঘোষ জানান যে, প্রায়ই চল্লিশ বছর ধরেই অভিনেতা অভিষেকের ( Abhishek Chatterjee ) সাথে তার কর্মসূত্রে পরিচয়। পরিচয়ের প্রথম থেকেই অভিষেকের আচার ব্যবহার এমনি ছিল যে, মনে হত না যে তার সাথে এই প্রথম আলাপ। মনে হত অনেক দিনের পরিচয় ওর সঙ্গে। সকলের সঙ্গে মিলে মিশে একাকার হওয়ার মত এক গভীর ক্ষমতা যেন সহজাতভাবে ছিল অভিনেতার মধ্যে। কখনও মুখ কালো করে বসে থাকতে দেখা যায়নি অভিনেতাকে। যতই সমস্যা হোক না কেন সবসময় হাসিমুখে থাকতেন। ছোটদের প্রাপ্য সম্মান দিতে কখনও ভুলতেন না। অভিনেতার কথা বলতে গিয়েই তিনিন জানান, একবার বনগাঁর এক অনুষ্ঠানে তিনি অন্য সহকর্মীদের মান রক্ষা করতে গিয়ে নিজেই ঘণ্টার পর ঘণ্টা পারফরম্যান্স করে যান। সহকর্মী ঋতুপর্ণা ও তিনি ছিলেন সেই অনুষ্ঠানের মূল অতিথি। ঋতুপর্ণার দেরি হওয়ার কারণে সেই সময় সামাল দেওয়ার জন্য অভিনেতা নিজেই স্টেজ মাতিয়ে রাখেন।

 Abhishek Chatterjee
Abhishek Chatterjee

আরও পড়ুন…………রক্তাক্ত বঙ্গভূমি! ফিরে দেখা রাজনৈতিক গণহত্যার নারকীয় রক্তমাখা ইতিহাস

প্রযোজক আরও জানান যে, অভিনেতাদের মধ্যে অভিষেক অনেক বেশি সাদামাটা জীবন যাপন করতেন। সকল সহকর্মীদের সাথেই তার ছিল সদ্ভাব। কোনও দিনও কাউকে ছোট করে বলেননি। অভিনেতার অকাল প্রয়াণে বাকরুদ্ধ তিনি নিজে। এখনও মানতে পারছেন না তিনি নেই। মৃত্যুর আগেও তিনি স্টার জলসায় নতুন রিয়েলিটি শো
‘ইস্মার্ট জোড়ি’ তে শুটিং করছিলেন সঙ্গে ছিলেন স্ত্রী সংযুক্তা।




Leave a Reply

Back to top button