বাবা নেই! অভিষেকের ছবিতে কেক খাইয়েই জন্মদিন কাটালো ডল, দৃশ্য দেখে আবেগে ভাসছে নেটপাড়া

প্রত্যুষা সরকার, কলকাতা: অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের এর আকস্মিক মৃত্যু একটি বড়ো শূন্যতা সৃষ্টি করেছে বাংলা চলচ্চিত্র জগতে, যা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে তাঁর পরিবারও। যার থেকে বেরিয়ে আসতে পারেনি অভিনেতার পরিবার। মাত্র ১২ বছর বয়সেই সাইনা (Saina Chatterjee) হারালো তাঁর বাবাকে। তবে বাবাকে হারিয়ে ভেঙে পরেনি সাইনা। বরং মাকে সামলাতে নিজেকে আরও শক্ত করে নিয়েছে সে ( Abhishek Chatterjee )।
প্রবীণ শিল্পী, চলতি বছরের ২৪ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তিনি ছিলেন সম্পূর্ণ একজন পারিবারিক মানুষ। স্ত্রী, কন্যা এবং অভিনয় এই ছিল তাঁর পৃথিবী। বাবা মেয়ের জন্মদিন পরপর। বেঁচে থাকলে এবছর তাঁর ৫৮তম জন্মদিনও পালন হত বেশ ধুমধাম করেই। গত ৩০ এপ্রিল ছিল অভিষেকের মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী। আর ৯ মে ছিল তাঁর আদরের মেয়ে ডল অর্থাৎ সাইনার জন্মদিন ( Abhishek Chatterjee )। বাবার কাছে তাঁর মেয়ে যে ছিল তা বহুবার উঠে এসেছে সংযুক্তার কথায়।
প্রতি বছরই ৯ মে মেয়ের জন্মদিন উপলক্ষে বড় করে পার্টির আয়োজন করতেন অভিষেক। তবে গত দু বছর করোনার কারণে বন্ধ রেখেছিলেন অনুষ্ঠান। তাই এ বছর অভিনেতা ঠিক করেছিলেন, ধুমধাম করে পালন করবেন ডলের জন্মদিন ( Abhishek Chatterjee )। কিন্তু সেটাও আর করে যেতে পারলেন না অভিষেক। অকালেই সবাইকে ফেলে রেখে না ফেরার দেশে চলেন গেলেন তিনি।
তবে স্বামীর সেই ইচ্ছা পূরণ করলেন স্ত্রী সংযুক্তা। ডলের জন্মদিনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। এদিম শহরের এক নামী রেস্তোরাঁয় সাইনার জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। মেয়েরজন্মদিন উপলক্ষে স্বামীর নামে এক বিরাট পোস্টও করেন সংযুক্তা। জন্মদিনের ( Abhishek Chatterjee ) পার্টির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রীর স্ত্রী।
স্বামীর একটি সাদা কালো প্রিন্টের শার্ট পরেইসেদিন দেখা যায় সংযুক্তাকে। লাল পোশাকে সেজেছিল উঠেছিল মিষ্টি ডলও। বাবার ছবিতে কেক ছুঁইয়ে ছবি তুলেছে সাইনা ( Abhishek Chatterjee )। সংযুক্তা মনে করেন, অভিষেক এখনো রয়েছেন তাঁদের মধ্যে। তাই সবসময় সব জায়গায় অভিনেতার ছবি সঙ্গে করে নিয়ে যান তাঁরা। গত সোমবার একসাথে তিন জনের একটি ছবি শেয়ার করে সংযুক্তা লেখেন, বাবা ও মায়ের সব দায়িত্ব একসঙ্গে পালন করবেন তিনি।
আরও পড়ুন – বাংলা ধারাবাহিক থেকে সোজা বড়ো পর্দা! বাংলা টিভি সিরিয়াল থেকে এখন টলিউড কাঁপাচ্ছেন এই অভিনেত্রীরা
সাইনা জানিয়েছিল, বড় হয়ে সেও অভিনেত্রী হতে চায়। অভিনয় করতেও পারে ছোট্ট ডল। কিন্তু এখনো পর্যন্ত অভিনয়ের কোনো সুযোগ পায়নি সে। তবে অভিনেতার স্ত্রী সংযুক্তা দাবি, অভিষেকও চাইতেন যে মেয়ে অভিনয়ে আসুক। তবে মেয়ে যেটা চাইবে সেটাই হবে বলে জানান সংযুক্তা ( Abhishek Chatterjee )।
আরও পড়ুন – মৃত্যু বার্ষিকীতে বাবার স্মৃতি চারণায় মিস জোজো, বাবার পাওয়া না পাওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য তার