এই ব্যবহার কোনোদিনও ভোলা যাবে না, সৌরভের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন অভিনেতা ভাস্কর

জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি রিয়ালিটি শো হল দাদাগিরি ( dadagiri ) । বাংলায় যদি কোনো নন-ফিকশনাল শো থেকে থাকে তবে তা হল দাদাগিরি। জি বাংলার এই রিয়ালিটি শো এর এত বিপুল জনপ্রিয়তার পিছনে সৌরভ গাঙ্গুলীর অনেকখানি ভূমিকা রয়েছে। তিনি দাদাগিরি সঞ্চালনার কাজ নিজের হাতে তুলে নিয়েছিলেন। এক কথায় সৌরভ গাঙ্গুলীকে ছাড়া যেন অসম্পূর্ণ দাদাগিরির মঞ্চ। এই বছর সিজন ৯ এর যাত্রা শুরু করেছিল দাদাগিরি। আর চোখের পলক ফেলতে না ফেলতেই শেষ হতে চলেছে দাদাগিরি সিজন ৯। শনিবার, ২১ শে মে অনুষ্ঠিত হয়েছে চলতি সিজনের গ্র্যান্ড ফিনালে।
দেখতে দেখতে চলে এসেছে দাদাগিরির সিজন ৯ এর গ্র্যান্ড ফিনালে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশনে ‘দাদাগিরি’র ফাইনাল পর্বের শ্যুটিং সেরেছেন সৌরভ। আর এই বিশেষ দিনে কোন বিশেষ ব্যক্তিরাই দাদাগীরির মঞ্চে উপস্থিত হবেন সেটাই স্বাভাবিক। এদিন দাদাগিরি’র গ্র্যান্ড ফিনাতে হাজির হলেন সৃজিত ও তাঁর ‘এক্স = প্রেম’ ছবির টিম। এখানেই শেষ নয়, দাদাগীরির মঞ্চে আরও দেখা গেছে টলিউড খ্যাত অভিনেতা বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ও। সাথে আরও অন্যান্য তারকারাও উপস্থিত হয়েছিলেন এদিন। যার মধ্যে একজন হলেন ভাস্কর চট্টোপাধ্যায়।
এতো মজা ও আনন্দের মধ্যে সৌরভের সাথেই এক বিশেষ মুহূর্ত কাটান ভাস্কর চট্টোপাধ্যায়। এবং সে কথাই পরে তিনি নিজের ফেসবুকে জানান ( Bhaswar Chatterjee talk about Sourav Ganguly nice behaviour ) । তিনি বলেন দাদাগিরির তরফ থেকে আমন্ত্রণ তার বন্ধু সৌমিলির সঙ্গে ফিনালেতে হাজির হয়েছিলেন তিনি। এবং তারপর থেকে প্রত্যেক মুহুর্ত উপভোগ করেছিলেন ভাস্কর। সাথেই সেখানে সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সঙ্গে এক বিশেষ মুহূর্ত কাটিয়ে ছিলেন তিনি। সেখানেই দাদার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন টলিউড তারকা ভাস্কর চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: বড়পর্দায় আবার ফেলুদার গোয়েন্দাগিরি! জুন মাস থেকেই শুরু হবে হত্যাপুরীর শুটিং, জানালেন পরিচালক
তিনি বলেন নাচগানের পরে যখন একটু বিরতি হয় তখন মঞ্চ থেকে নেমে তাঁর পাশের সোফাতে নাকি এসে বসেছিলেন সৌরভ গাঙ্গুলী। দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাও হয়েছিল। এরপর কথা হতে হতেই দাদা জানতে পারেন যে ভাস্কর এবং তাঁর বন্ধু সৌমিলি, দুজনেরই খিদে পেয়েছে। একথা জানা মাত্রই নিজের ঘরে রাখা কাবাব তাদেরকে খেতে বলেন সৌরভ। কিন্তু রীতিমতো তারা উভয়েই তাতে অস্বীকার জানালে সৌরভ গাঙ্গুলী নিজে প্রোডাকশনের একজনকে ডেকে ভাস্কর এবং তার বন্ধুকে নিজের ঘরে নিয়ে যাওয়ার কথা বলেন। ‘প্রিন্স অফ কলকাতার’ এরূপ আচরণের মুগ্ধ হয়ে গেছেন ভাস্কর একথা তিনি নিজেই জানান। আর এসব খবর পাওয়া মাত্রই সৌরভের অনুরাগীরাও এতে বেজায় খুশি।
আরও পড়ুন: বউ না ভাইয়ের বউই সেরা! নেট পাড়ায় তুমুল কটাক্ষের স্বীকার ধ্রুব সরকার