জবাকে ছেড়ে ধরলেন মিতুলের হাত, ছোট পর্দায় ফিরতেই নতুন ধামাকা বিশ্বজিতের

মন্টি শীল, কলকাতা : বাংলা ও বাঙালির জীবনের এক অন্যতম সঙ্গী হল বাংলা ধারাবাহিক। এতে কোনও সন্দেহের অবকাশ নেই। তবে ব্যক্তিগত জীবনে বাংলা ধারাবাহিক এর সঙ্গে সঙ্গে তাতে অভিনিত তারকাদের সম্পর্কে জানতেও ইচ্ছুক আপামোর বাঙালি দর্শক মহল। তাদের মধ্যে এমন কিছু তারকা চরিত্র আছে যারা ইতিমধ্যেই বাংলার দর্শকদের মনে ইতিমধ্যেই গেঁথে রয়েছে। তাদের মধ্যে একজন অন্যতম জনপ্রিয় টলি অভিনেতা হলেন বিশ্বজিৎ ঘোষ (Biswajit ghosh)।
টলিউডের এই অভিনেতাকে দর্শক মহল চিনেছিল বাংলা ধারাবাহিক ‘কে আপন কে পর’ (Ke apon ke por) ধারাবাহিক থেকে। টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক গত বছর অর্থাৎ ২০২০ সালের ২৭ শে ডিসেম্বর শেষ হয়েছিল। এরপর প্রায় দীর্ঘ এক বছর পর ফের একবার টেলিভিশনের পর্দায় অভিনয় করতে দেখা যাবে এই অভিনেতাকে। শোনা গিয়েছে সম্প্রতি টেলিভিশনের পর্দায় ‘খেলনা বাড়ি’ (Khelna bari) ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। সেই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে।
আরও পড়ুন ….ফের চর্চায় সলমন-শেহনাজ প্রেম জল্পনা! গালে চুমু দিয়ে ছবি তুলতেই শোরগোল নেটপাড়ায়
আরও পড়ুন ….বুড়ো হাড়ের জোর! কী দেখে প্রেমে বয়স্কদের প্রেমে পড়ছেন অল্প বয়সী সুন্দরীরা
শুধু তাই নয়, এই আসন্ন ধারাবাহিকে অভিনেতার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে আরও এক জনপ্রিয় টলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)-কে। উক্ত ধারাবাহিকটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই আপামোর বাঙালি দর্শকদের কাছে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এই অভিনেতা তার চরিত্র সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘কে আপন কে পর’ ধারাবাহিকের চরিত্রের সঙ্গে এই ধারাবাহিকের চরিত্রের অনেক পার্থক্য রয়েছে। এককথায় বলতে গেলে বলা যায়, দুটি চরিত্র দুটি মেরু বিশিষ্ট এবং অবশ্যই মজাদার।
আরও পড়ুন ….চুরি করতে গিয়ে মেয়ের হাতে ধরা পড়লেন রঞ্জিত মল্লিক! কোয়েল ও রঞ্জিতের খুনসুঁটি এখন ভাইরাল
তিনি বলেছেন, এই মুহূর্তে তিনি যে ধারাবাহিককে কাজ করছেন সেটা সম্পূর্ণ একটা নতুন টিম। আর তার অভিনেত্রীও বেশ কম বয়সী এবং প্রাণবন্ত। বিশ্বজিৎ- এর মূলত বক্তব্য, তার কাছে যখন এই চরিত্রের ডাক আসে তখন তিনি কোন ভাবেই প্রস্তুত ছিলেন না। কিন্তু ধীরে ধীরে এই চরিত্রটির সঙ্গে নিজেকে মানিয়ে তোলেন। তবে তিনি শেষে বলেন, তার সবচেয়ে প্রিয় ধারাবাহিক হল ‘কে আপন কে পর’, যাকে তিনি প্রচন্ড রকম ভাবে মিশ করেন। প্রায় পাঁচ বছর একটানা ওই ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন। একাধিক স্মৃতি রয়েছে তার এই ধারাবাহিক ঘিরে। তবে সে যাই হোক না কেন, অভিনেতার এই মন্তব্য সামনে আসার পর তার অনুরাগী এবং দর্শক মহল ভীষণ রকম ভাবে আপ্লুত হয়েছেন।