১) বাংলায় গোয়েন্দা নির্ভর ছবি বানানো এখন ক্রমশ ট্রেন্ডিং। আবির, অনির্বানের পর এবার নতুন গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন টলি অভিনেতা জিতু কমল।
1/5
২) চলতি বছরের শীতে আসছে নতুন ছবি ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। জিতু কমলের পাশাপাশি এই ছবিতে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, অনন্যা বন্দোপাধ্যায়, শিলাজিত মজুমদার।
2/5
৩) ছবির শ্যুটিং চলেছে কলকাতা, কৃষ্ণনগর, বানতলা, বারুইপুর এই সকল স্থানে। সকল বয়সী দর্শকদেরই এই ছবি পছন্দ হবে বলে আশাবাদী পরিচালক দুলাল দে।
3/5
৪) নতুন ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী জিতু নিজেও। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পিছপা হবেন না তিনি।
4/5
৫) তাঁর কথায়, “গল্পটির মধ্যে নতুনত্ব আছে”। নয়া গোয়েন্দা রূপে দর্শকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত জিতু কমল।