এবার অসমবয়সী প্রেমে মজেছেন কৌশিক সেন ! আসছে নতুন মেগা স্টার জলসায়

বেশ কদিন ধরেই খবরটা ঘুরছে টলিপাড়ায় । রাজ চক্রবর্তীর ( Raj Chakraborty ) প্রযোজনা সংস্থার মাধ্যমে ফের ছোট পর্দায় আসতে চলেছেন অভিনেতা কৌশিক সেন ( Koushik Sen ) । গল্পে অসমবয়সী এক মেয়ের সাথে প্রেম করতে দেখা যাবে অভিনেতাকে । সদ্য প্রকাশ পেল এই ধারাবাহিকের প্রোমো। অসমবয়সের প্রেম নিয়েই এগোবে গল্পের থিম । নতুন এই ধারাবাহিকের নাম ‘ গোধূলি আলাপ ‘( Godhuli Alap ) । নতুন এই ধারাবাহিকের মুল ইউএসপি হল কৌশিক সেন। কিছুদিন পরেই স্টার জলসায় সম্প্রচারিত হতে চলেছে কৌশিক সেন অভিনীত এই ধারাবাহিকটি।

আরও পড়ুন………Anis Khan: ‘লাশ চুরি হয়ে যাবে না তো!’, মৃত্যু নিয়ে থামছে না জলঘোলা

বহুদিন পর নতুন এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা কৌশিক সেন । তাকে শেষবার দেখা গিয়েছিল ২০১৮ সালে স্টার জলসায় ( Star Jalsa ) সম্প্রচারিত ধারাবাহিক ‘ ভুমিকন্যা ‘ তে । এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য । এই সিরিয়ালে ( Godhuli Alap ) চন্দ্রভানুর চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক সেন । সিনেমার বা ধারাবাহিক প্রতিটি ক্ষেত্রেই কৌশিক সেনের অনবদ্য অভিনয় সর্বদাই তাক লাগিয়েছে দর্শকদের । রঙ্গমঞ্চেও বেশ দাপুটে অভিনেতা কৌশিক সেন । দীর্ঘ বিরতির পর আবারও তার অভিনয় দেখার সুযোগ মিলবে এই ধারাবাহিকে । এখানে ( Godhuli Alap ) তার বিপরীতে অভিনয় করছেন সৌমি সরকার । এছাড়াও রয়েছেন ভাস্কর চট্টোপাধ্যায় ( Bhaskar Chattopadhyay ) ।

ধারাহিকটিতে ( Godhuli Alap ) জাঁদরেল আইনজীবী অরিন্দম রায় । যেখানে দেখা যাবে কৌশিক সেনকে । অন্যায় কিছুতেই মেনে নিতে পারেন না তিনি । ভাগ্যের পরিহাসে বিয়ে হয় তার নোলকের সাথে । এখানেই গল্পের মোড় ঘুরে যাবে । হাঁটুর বয়সী নোলকের সাথে অরিন্দমের সম্পর্ক কিভাবে মেনে নেবে পরিবার ? যাকে কাকু বলে সম্বোধন করেছিল , তার সাথেই সংসার করতে পারবে তো বহুরূপী নোলক ? এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে ধারাবাহিক শুরু হওয়ার পর ।

আরও পড়ুন…….Bengali Serial: বয়স বাড়লেও গুণের কমতি নেই সাবুদির,জন্মদিনে রহস্য ফাঁস করলেন মানালি

লোহিয়া হাউজ , কলকাতা , বানতলায় হয়েছে ‘ গোধূলি আলাপ ‘ ( Godhuli Alap ) -এর শুটিং । এছাড়াও আরো দু’টি ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসায় । ২৮ ফেব্রুয়ারি থেকে আসছে নতুন ধারাবাহিক ‘ গৌরী এলো ‘ । মুখ্য ভূমিকায় দেখা যাবে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও মোহনা মাইতি । অপরদিকে ‘ গুড্ডি ‘ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্যামপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণু ।




Leave a Reply

Back to top button