সিনেমাপ্রেমীদের জন্য দারুন সুখবর, প্রসেনজিৎ এর দেওয়া খবরে উচ্ছসিত সুপারস্টার দেব

টলিউড বলতে যার নাম প্রথমেই বাঙালির মনে ভেসে ওঠে তারা হল উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, ভানু বন্ধ্যোপাধ্যায় প্রমুখ। আর এই প্রজন্মের হলে প্রথমেই যার নাম আসে সে আর কেউ নয় টলিউডের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যিনি বাংলা সিনেমাকে এক নতুন পর্যায়ে পৌছে দিতে সাহায্য করেছে। তার অগণিত হিট ছবি আজও বাঙালির মনকে ছুঁয়ে যায়। এইবার এই বিখ্যাত অভিনেতা বাংলা সিনেমা প্রেমিদের উদ্দেশ্যে এক বিরাট উপহার দিতে চলেছেন।

আর সেটা কি আপনারা জানেন? তা আর কিছু নয় সেই উপহারটি হল তার এক জোড়া বাংলা সিনেমা। যার একটির নাম ‘আয় খুকু আয় ‘ আর অপরটি হল ‘ ডাক্তারকাকু’। এক মাথা টাক, পরনে অফ-হোয়াইট শার্ট ও ঢোলা হাফ প্যান্ট। তাকে দেখলে মনে হবে যেন এক লাফে কতই না তার বয়স বেড়ে গেছে। আয় খুকু আয় ছবির পোস্টার সামনে আসতেই তুমুল উত্তেজনার পারদ দেখা দিয়েছে।

prosen

আরও পড়ুন ….‘বাবার নীরব যন্ত্রণার সাক্ষী থেকেছি’, রণবীরের মুখে ঋষির স্মৃতিচারণায় আবেগে ভাসল নেটবাসী
আরও পড়ুন ….ধোঁয়া আর দূষণ থেকেই একেবারে আলাদা! ভারতেরই এই শহরগুলির হাওয়া সবচাইতে নিরাপদ
তবে শুধু এটাই নয়, আরও এক সারপ্রাইজ সিনেমা প্রেমিদের উপহার দিলেন বুম্বাদা। খুব শীঘ্রই বুম্বাদার আরও একটা ছবি আসতে চলেছে যার নাম ডাক্তারকাকু। এই ছবিরও পোস্টার খুব সম্প্রতি সামনে এসেছে। এদিন বুম্বাদা তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘আয় খুকু আয়’ ছবির পোস্টার শেয়ার করেন। তিনি জানান, আয় খুকু আয় ছবিটি ২৭-শে মে মুক্তি পাবে। এর পরই পালটা টুইট করে টলিপাড়ার আরও এক সুপারস্টার দেব জানান, অন্য স্বাদের ছবিটি দেখতে তিনি ব্যাকুল হয়ে রয়েছেন।
আরও পড়ুন ….নেগেটিভ ট্রোলকে পাত্তা দেন না অভিষেক বচ্চন, জাদুর মতো কাজ করেছে স্ত্রীয়ের পরামর্শ

আয় খুকু আয় ছবিটিতে মেয়ের ভূমিকায় দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল রানি রাসমনি-র ‘রানিমা’ দিতিপ্রিয়া রায়কে। প্রোযোজক জিতের প্রযোজনায় ‘আয় খুকু আয়’ ছবিতে পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌভিক কুণ্ডু। নতুন নতুন চ্যালেঞ্জের জন্য বুম্বাদা যে সবসময় তৈরি তা আর বলতে বাকি থাকে না। যে কোন চরিত্রে বুম্বাদা যেন সব সময় তৈরী থাকেন। আয় খুকু আয় ছবিটিতে বুম্বাদা যেমন বাবার ভূমিকায় অভিনয় করেছেন ঠিক তেমনিই একজন চিকিৎসকের ভূমিকায় ধরা দিয়েছেন ডাক্তারকাকু ছবিটিতে।

পরিচালক পাভেলের পরিচালনায় ডাক্তারকাকু ছবিটিতে বুম্বাদা -র সাথে দেখা যাবে ঋদ্ধি সেনকে। এই ছবিটিতে পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের দ্বায়িত্বও একসাথে সামলেছেন পরিচালক পাভেল। ডাক্তারকাকু ছবিটি মূলত বাবা ও ছেলের কাহিনী। জানা যাচ্ছে শনিবার থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়েছে।

প্রসঙ্গত, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( বুম্বাদা )। বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শিশু শিল্পী হিসেবে হৃষিকেশ মুখার্জির পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা দিয়ে সিনেমা জগতে পা রাখেন। তার পর এক পর এক হিট ছবি বাঙালির মন কে জয় করে রেখেছে বুম্বাদা। বর্তমানে তার আসন্ন দুই ছবি ‘আয় খুকু আয় ’ ও ‘ ডাক্তারকাকু ’ ফের একবার বাঙালির মনকে জয় করবে তা শুধু এখন সময়ের অপেক্ষা।

 




Leave a Reply

Back to top button