‘রকি-রানি’র পর ফের বলিউডে টোটা, পরবর্তী কোন ছবিতে সই করলেন তিনি জেনে নিন
ফের বলিউডে টোটা, এবার কোন চরিত্রে অভিনয় করছেন তিনি?

ফের বলিউডে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), সোশ্যাল মিডিয়ায় নতুন কাজের খবর শেয়ার করে নিলেন অভিনেতা। সেখানে তাঁর পরণে সৈনিকের পোশাক, হাতে ক্ল্যাপস্টিক। সেখানে লেখা তাঁর নতুন ছবির নাম, ‘দিলার’ (Diler)। ছবির পরিচালক কুণাল দেশমুখ। সম্প্রতি টোটা নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ছবির শুটিং স্টিল। যেখানে তাঁকে দেখা গিয়েছে, ক্ল্যাপস্টিক হাতে। টোটার শেয়ার করা ছবি দেখে বোঝাই যাচ্ছে, এই নতুন বলি সিনেমায় টোটা সেনাবাহিনীর অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন। তবে শেয়ার করা এই শুটিং স্টিল ছাড়া এই নিয়ে আর কোনও খবর দিতে নারাজ টোটা।
তবে তাঁর সঙ্গেই দেখা যাবে বলিউডের এক তারকা সন্তানকে। সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে অভিনয় করবেন টোটা। নবাব-পুত্রের দ্বিতীয় ছবিতেই তাঁর সঙ্গে দেখা দেবেন কলকাতার অভিনেতা। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে ‘চন্দন চ্যাটার্জি’-র ভূমিকায় অবতীর্ণ হয়ে উচ্চ প্রশংসা পেয়েছিলেন তিনি। এবার ইনস্টাগ্রামের পোস্ট দেখে বোঝা গেল, টোটাকে নতুন ছবিতে দেখা যাবে সেনার ভূমিকায়। বাঙালি দর্শকদের অপেক্ষা শুরু বঙ্গসন্তানকে আবার বলিউডের বড় পর্দায় দেখার জন্য।
টোটা বরাবরই ফিটনেসে বিশ্বাসী। সব সময়ই শরীরচর্চা করেন মন দিয়ে। এই ছবিতে সেনাবাহিনীর অফিসার হওয়ায়, শরীরচর্চা যে কাজে লাগবে তা বলাই বাহুল্য়। ‘রকি-রানি’র কত্থক মাস্টার টোটার এই নতুন অবতার কি ফের বলিউডের নজর কাড়তে পারবে? অপেক্ষা সময়ের।