ভালোবাসায় বয়স তো সংখ্যা! ১৯ বছরের ছোট যুবককে মন দিয়ে বসলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অঙ্কিতা

প্রত্যুষা সরকার, কলকাতা : নতুন বছর শুরু হতেই বাংলা ধারাবাহিকে এসে চলেছে একের পর এক নতুন চমক। পুরনো একঘেয়েমি থেকে বেড়িয়ে দর্শকের মনোরঞ্জন করতে এসেছে নানান স্বাদের গল্প। কয়েক মাস আগে বাংলা বিনোদন মূলক একটি নাম করা চ্যানেল শুরু হয়েছে একেবারে অন্য স্বাদের একটি ধারাবাহিক ‘গোধূলি আলাপ‘ ( goduli aalap )। একটি অসমবয়সী প্রেমের গল্প! শুরু থেকেই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। গোধূলি আলাপের পর টিভির পর্দায় আবারও এক অসমবয়সী প্রেমের গল্প নিয়ে আসতে চলেছে ‘ইন্দ্রাণী’ ( Indrani )।
নতুন ধারাবাহিক ‘ইন্দ্রাণী’ ( Indrani ) হাত ধরেই দীর্ঘদিন বাদে আবারও টিভির পর্দায় কামব্যাক করছেন অঙ্কিতা চক্রবর্তী ( Ankita Chakraborty)। বাংলা ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’-এ কমলিকার ভূমিকাই অভিনয় করে যিনি দর্শকের কাছে খ্যাতি লাভ করেছিলেন। ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী।
বছর কয়েক ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে। কারণ ওয়েব সিরিজে ব্যস্ত থাকায় ছোটপর্দায় থেকে বিরতি নিয়েছিলেন অঙ্কিতা ( Ankita Chakraborty)। তবে এবার ‘ইন্দ্রাণী’ হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পর্দার এক নতুন মুখ। নাম রাহুল গাঙ্গুলি।
১৮ জুলাই থেকে কালারস বাংলায় আসতে চলেছে এই ধারাবাহিক। ‘ইন্দ্রাণী’ ( Indrani ) ধারাবাহিকটি আনতে চলেছে একটি অসমবয়সী প্রেমের গল্প। ইতিমধ্যেই অসমবয়সী একটি প্রেমের গল্প দেখে থাকলেও এই ধারাবাহিকটি একেবারেই উল্টো। ‘গোধূলি আলাপ’-এ দেখা গেছে একটি বয়স্ক লোক যার সঙ্গে বিয়ে হয়েছে এক অল্প বয়সী মেয়ের। আর এই ধারাবাহিকে দেখা যাবে এক বয়স্ক মহিলা এবং এক যুবকের প্রেমের গল্প।
ধারাবাহিকের প্রোমো দেখে বোঝা গেল অঙ্কিতা চক্রবর্তী ( Ankita Chakraborty) ওরফে ইন্দ্রাণীর বয়স এখানে প্রায় চল্লিশের কোঠায় এমনকি তাঁর একটি কিশোরী কন্যাও রয়েছে। অন্যদিকে গল্পের নায়ক আদিত্য ওরফে রাহুল একজন ডাক্তার। যার বয়স মাত্র ২০-২১ হবে। শহরের এক নামী হাসপাতালে প্রধান প্রশাসনিক আধিকারিক হিসাবে কাজ করেন ইন্দ্রাণী ( Indrani )। স্বামীর অনুপস্থিতিতেও একইভাবে তাঁর শ্বশুরবাড়ির যত্ন নেন তিনি।
ওই হাসপাতালেরই একজন কর্মরত চিকিৎসক আদিত্য। প্রথম দেখায় ইন্দ্রাণীর ( Indrani ) প্রতি একটি নরম আকর্ষণ তৈরি হবে আদিত্যের মনে। ইন্দ্রাণীকে তাঁর নিজের মনে অনুভূতি জানালে প্রথমে সাড়া দেন না ইন্দ্রাণী। জীবনের এক তিক্ত অতীত থাকা সত্ত্বেও কীভাবে আদিত্যের প্রেমে পড়বে ইন্দ্রাণীর এখন সেটাই দেখার। আর সেটা জানতে হলে ১৮ জুলাই থেকে রোজ রাত ৮ টায় কালারস বাংলায় পর্দায় দেখতে হবে ‘ইন্দ্রাণী’।