মহিষাসুরকে সরাসরি ফোন করলেন অপরাজিতা আঢ্য! কী বললেন? কান পাতলো সোশ্যাল মিডিয়া
মর্তে আসার আগেই শুরু অসুরের সঙ্গে বাক্যালাপ!

পূর্বাশা, হুগলি: পুজো আসতে আর দিনকতক বাকি। আসছে শনিবার মহালয়া। তার আগেই দুগ্গা সাজলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আর শুধু সাজলেনই না। মহিষাসুরকে ফোনও করলেন। আর বললেন রিহার্সালে ফাঁকি দেওয়া চলবে না! মর্তে গিয়ে তাঁকে অর্থোপেডিক ডাক্তার দেখাবেন বলেও আশ্বাস দিলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। যেখানে দুগ্গা সেজেছেন তিনি। তবে তিনি যেন আধুনিক দুগ্গা। কানে স্মার্ট ফোন আর হাতে কফি কাপ। ফোন করলেন মহিষাসুরকে। আর কদিন পর শারদোৎসব। তার আগেভাগেই সেরে নিলেন বাক্যালাপ।
অভিনেত্রীর এই মজার ভিডিয়ো দেখে বেশ খুশি অনুরাগীরা। সম্প্রতি ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকেও দুর্গা সাজতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই সাজেই একটা ছোট্ট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেই ভিডিও পোস্ট হতেই কমেন্টসে ভরালেন অনুরাগী মহল।